জঙ্গিপুর, 15 এপ্রিল :করোনা আক্রান্ত হয়ে প্রয়াত জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ৷ বুধবার তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে ৷ বৃহস্পতিবার সকালে প্রদীপ নন্দীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃসদন কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ক্রমশ কমতে থাকে ৷ আজ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন ৷
বেশ কয়েক দিন ধরেই প্রদীপবাবু শারীরিক অসুস্থতার কারণে ভুগছিলেন ৷ বুধবার তাঁর লালারস পরীক্ষায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে ৷ এরপরই আর কোনও ঝুঁকি নেননি পরিবারের লোকেরা ৷ বৃহস্পতিবারই তাঁকে কোভিড হাসপাতালে ভর্তি করা হয় ৷