বড়ঞা, 20 এপ্রিল : প্রচার সেরে বাড়ি ফিরে মাকে ভাত রাঁধতে বলে আর ভাত খাওয়া হল না । বোমা ফেটে গুরুতর জখম হলেন এক তৃণমূল কর্মী । সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ বড়ঞা থানার খরজুনা গ্রাম পঞ্চায়েতের ভবানীনগরে ঘটে । গুরুতর জখম ওই তৃণমূল কর্মীর নাম দোলো শেখ । অভিযোগের তির বিজেপির দিকে । যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তাদের পালটা অভিযোগ, বুথ দখলের লক্ষ্যে বোমা মজুত করছিল তৃণমূল । সেই বোমা ফেটেই জখম দলীয় কর্মী ।
আহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ প্রচার সেরে বাড়ি ফেরেন তৃণমূল কংগ্রেসের কর্মী দোলো শেখ । রমজান মাস চলছে । বাড়ি ফিরেই মাকে ভাত রাঁধতে বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি । কিছুক্ষণ পর জোরালো আওয়াজে ছুটে আসেন পরিবারসহ গ্রামবাসীরা । বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় দোলো শেখকে কাতরাতে দেখেন তাঁরা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।