জঙ্গিপুর, 5 এপ্রিল : নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে নাম না করে ইমানি বিশ্বাসকে নিশানা শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের । 47 দিন পর ঘরে ফিরে নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক মন্তব্য করলেন জাকির । কলকাতা থেকে ফিরে নিজের বাড়িতে রবিবার সাংবাদিক বৈঠক ডাকেন তিনি । সেখানেই সুতির তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের দিকে আঙুল তুলে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন , " কিছু একটা আছে নিশ্চয়ই । তাই তদন্তকারী সংস্থা বারবার ডাকছে । "
17 ফেব্রুয়ারি নিমতিতা স্টেশনে বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন জাকির হোসেন । সেদিন থেকেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর । অনেকেই ভেবেছিলেন হাসপাতাল থেকেই এবার নির্বাচনে লড়বেন তিনি ।
এই জল্পনা উড়িয়ে দেড় মাস পর ঘরে ফিরলেন জাকির হোসেন । রবিবার দুপুরে কলকাতা থেকে কপ্টারে উড়ে এসে জঙ্গিপুরে নামেন তিনি । আজ, সোমবার তিনি জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে ঘাসফুল প্রতীকে মনোনয়নপত্র জমা দেবেন জঙ্গিপুর মহকুমা শাসকের দফতরে । এদিকে জাকির সাহেব জেলায় পা দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁর অনুগামীরা । ঘরে ফিরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "কারও সঙ্গে আমার শত্রুতা নেই । তদন্ত হচ্ছে । দোষিরা কঠোর সাজা পাবে ।"
নিমতিতা কাণ্ডে নাম না করে ইমানিকে তোপ জাকির হোসেনের আরও পড়ুন :2 তারিখের পর উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার হবে, বললেন বিজেপি জেলা সভাপতি
এদিকে জাকির হোসেনের সঙ্গে সুতির প্রাক্তন বিধায়ক তথা এবারের সুতির তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসের তিক্ত সম্পর্কের কথা কারও অজানা নয় । নিমতিতা কাণ্ডে তদন্তে নেমে ইতিমধ্যে তিনবার ইমানি বিশ্বাসকে তলব করেছে এনআইএ । দুবার হাজিরা দেওয়ার পর রবিবার ফের তাঁকে তলব করা হয়েছিল । কিন্তু প্রচারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন সুতির তৃণমূল প্রার্থী ।