পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রিশঙ্কু হলে বিজেপির হাত ধরবে মমতা, দাবি অধীরের - মমতাকে নিয়ে মন্তব্য অধীরের

অধীর চৌধুরীর দাবি, ত্রিশঙ্কু হলে তৃণমূল বিজেপির সঙ্গে জোট বেঁধেই সরকার গঠন করবে । কারণ, বিজেপির সঙ্গে অনেকদিনের সম্পর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

ফলাফল ত্রিশঙ্কু হলে বিজেপির হাত ধরবে মমতা, দাবি অধীরের
ফলাফল ত্রিশঙ্কু হলে বিজেপির হাত ধরবে মমতা, দাবি অধীরের

By

Published : Apr 9, 2021, 2:13 PM IST

Updated : Apr 9, 2021, 2:20 PM IST

বহরমপুর, 9 এপ্রিল : নির্বাচনের ফল ত্রিশঙ্কু হলে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরবেন । বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি জানিয়েছেন, বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকদিনের সম্পর্ক । পুরানো ঘোড়ায় চড়লে ভরসা হয় । পুরানো বন্ধুকে বিশ্বাস করা যায় । তাই রাজ্যে ত্রিশঙ্কু হলে তৃণমূল বিজেপিরই হাত ধরে সরকার গঠন করবে ।

রাজ্য নির্বাচন প্রক্রিয়া চলছে ৷ ইতিমধ্যেই নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা শুরু হয়েছে । কোন দল সরকার গঠন করবে কারও কাছেই স্পষ্ট নয় । রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবার রাজ্যে ত্রিশঙ্কু সরকার গঠন হবে । আর রাজ্য নির্বাচনের ফলাফল ত্রিশঙ্কু হলে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে । অধীর চৌধুরীর এই বক্তব্য দিনকয়েক ধরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল, এই খবর ভিত্তিহীন । কেউ এই ভুয়ো খবর বিশ্বাস করবেন না । অধীর চৌধুরী এমন কথা কোথাও বলেননি ।

আরও পড়ুন,বাড়িতে গিয়ে ভোট নেওয়ার সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন, কমিশনে চিঠি অধীরের

এরপর আজ বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর চৌধুরী বলেন, "ত্রিশঙ্কু হলে কংগ্রেস কী করবে সাংবাদিকের এমন প্রশ্নে আমি যা বলেছিলাম তার ভুল ব্যাখ্যা করা হয়েছে । আমি বলেছিলাম, রাজ্য নির্বাচনে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা নেই । রাজ্যে সরকার গঠনের দিকে এগোচ্ছে সংযুক্ত মোর্চা । ভয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই সোনিয়া গান্ধির সঙ্গে যোগাযোগ করছেন । তাঁকে চিঠি লিখছেন । আমার মনে হয় ফলাফল ত্রিশঙ্কু হলে বিজেপির হাত ধরেই সরকার গঠন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কারণ, বিজেপির সঙ্গে অনেকদিন ঘর করেছেন তিনি । বিজেপির মন্ত্রীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীও ছিলেন । তাই বিজেপির সঙ্গে হাত ধরাটাই স্বাভাবিক । পুরানো ঘোড়ায় চড়লে ভরসা বাড়ে । পুরনো মদে নেশা বেশি হয় । আবার পুরানো বন্ধুকেও বিশ্বাস করা যায় ।" এর আগে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রও ত্রিশঙ্কু পরিস্থিতিতে তৃণমূল বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে বলে মন্তব্য করেছিলেন ।

Last Updated : Apr 9, 2021, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details