পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অষ্টম দফার ভোটে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া - কংগ্রেস

ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া ৷ একদিকে চলল তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমাবাজি, ভাঙচুর হল বাড়ি ৷ অন্যদিকে কংগ্রেসে কর্মী সমর্থকের বাড়িতে হল দুষ্কৃতী হামলা ৷

অষ্টম দফার ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া
অষ্টম দফার ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া

By

Published : Apr 29, 2021, 10:32 AM IST

হরিহরপাড়া, 29 এপ্রিল : অষ্টম দফার ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া ৷ একদিকে চলল তৃণমূল কর্মীর বাড়ির সামনে বোমাবাজি, ভাঙচুর হল বাড়ি ৷ অন্যদিকে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রের হোসেনপুর ১০২ নম্বর বুথ এলাকায় ভোটের আগেই কংগ্রেসে কর্মী সমর্থকের বাড়িতে হল দুষ্কৃতী হামলা ৷

তৃণমূল প্রার্থী নিয়ামত শেখ জানিয়েছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করে ওই তৃণমূল কর্মীর বাড়ি ৷ তিনি বলেন, ‘‘বিজেপিরা হেরে যাবে বুঝতে পেরে এই ঘটনা ঘটিয়েছে ৷’’ যদিও সব অভিযোগ অস্বীকার করে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, তৃণমূল কর্মীরা নিজেরাই নিজেদের বাড়িতে ভাঙচুর করে তাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে ৷

অষ্টম দফার ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের হরিহরপাড়া

অন্যদিকে এদিন ভোট শুরর হবার আগেই হোসেনপুর ১০২ নম্বর বুথ এলাকায় কংগ্রেসে কর্মী সমর্থকের বাড়িতে দুষ্কৃতী হামলা চলে ৷ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাইক ৷ কংগ্রেসের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

আরও পড়ুন :ডোমকলে সিপিআইএম কর্মীকে গাড়ি চাপা দিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল প্রার্থী

ABOUT THE AUTHOR

...view details