পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তপ্ত জলঙ্গি, তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি-বোমা - জলঙ্গিতে বোমা

জলঙ্গির ঘোষপাড়া অঞ্চলের 233 নম্বর বুথে তৃণমূলের কর্মীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ৷ বুথে চলে বোমা ও গুলিও ৷

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি-বোমা
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি-বোমা

By

Published : Apr 29, 2021, 4:27 PM IST

জলঙ্গি, 29 এপ্রিল : ভোট অষ্টমীতে উত্তপ্ত জলঙ্গি ৷ তৃণমূল ও তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে জলঙ্গির ঘোষপাড়া ৷

আজ অষ্টম তথা শেষ দফা ভোটে বিক্ষিপ্ত উত্তেজনার ঘটনা ঘটছে ৷ মুর্শিদাবাদের জলঙ্গিও তার বিকল্প নয় ৷ জলঙ্গির ঘোষপাড়া অঞ্চলের 233 নম্বর বুথে তৃণমূলের কর্মীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ ৷ বুথে চলে বোমা ও গুলিও ৷ তৃণমূলের টিকিট না পেয়ে এই কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা ৷ এদিন তৃণমূল এবং তৃণমূলের সেই বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ লাগে বলে জানা গিয়েছে ৷ তৃণমূলের হামলার ফলে গুরুতর ভাবে জখম হয়েছে অপর পক্ষের দুজন ৷

আরও পড়ুন : ভোট দিলেই মুড়ি-ঘুগনি, ভোটারদের টিফিন খাওয়াল তৃণমূল

জখম দুজনকে নিয়ে যাওয়া হয় ডোমকল মহাকুমা হাসপাতালে ৷ দুজন ছাড়াও ঘটনায় আরও অনেকে জখম হয়েছে বলে অভিযোগ ৷ ঘটনার পর এলাকায় শুরু হয় পুলিশের কড়া টহলদারি ।

ABOUT THE AUTHOR

...view details