পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলঙ্গিতে জোট প্রার্থীর উপর হামলা, জখম প্রার্থী সহ চার - সংযুক্ত মোর্চার প্রার্থী

সোমবার প্রচারের শেষদিনে জঙ্গলি থানার চোয়াপাড়া অঞ্চলের সরকারপাড়া গ্রামে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সংযুক্ত মোর্চা প্রার্থী সহ জোটের তিন সমর্থক । আক্রান্তদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের উপর হামলা চালিয়েছে ৷

জলঙ্গিতে জোট প্রার্থীর উপর হামলা, জখম প্রার্থী সহ চার
জলঙ্গিতে জোট প্রার্থীর উপর হামলা, জখম প্রার্থী সহ চার

By

Published : Apr 27, 2021, 1:23 PM IST

মুর্শিদাবাদ, 27 এপ্রিল :মুর্শিদাবাদের জলঙ্গিতে জোট প্রার্থীর উপর হামলা ৷ ঘটনায় আহত হয়েছেন জোট প্রার্থী সাইফুল ইসলাম সহ চারজন ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷

সোমবার প্রচারের শেষদিনে জলঙ্গি থানার চোয়াপাড়া অঞ্চলের সরকারপাড়া গ্রামে দুস্কৃতীদের হাতে আক্রান্ত সংযুক্ত মোর্চা প্রার্থী সহ জোটের তিন সমর্থক । আক্রান্তদের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাদের উপর হামলা চালিয়েছে ৷ ঘটনার প্রতিবাদে জলঙ্গি থানার সামনে বিক্ষোভ শুরু করে প্রার্থী-সহ সংযুক্ত মোর্চার সমর্থকরা । জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সংযুক্ত মোর্চা প্রার্থী সাইফুল ইসলাম ।

স্থানীয় সূত্রের খবর, সংযুক্ত মোর্চার প্রার্থী সাইফুল ইসলাম বেশকিছু কর্মী সমর্থকদের নিয়ে সরকার পাড়ায় নির্বাচনী প্রচার করছিলেন । সাইফুল জানিয়েছন, সেই সময় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী আচমকা তাদের উপর হামলা চালায় । ঘটনায় জোট প্রার্থী সহ চারজন গুরুতর জখম হন । প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয় ।

জলঙ্গিতে জোট প্রার্থীর উপর হামলা, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ থানার সামনে

ঘটনায় সোমবার রাতেই জলঙ্গি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । জোট প্রার্থীর অভিযোগ, অপরাধীদের চিহ্নিত করা হয়েছে । কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি । এদিন সকাল থেকে থানার সামনে বিক্ষোভ আন্দোলনে সামিল হন জোট সমর্থকরা । দোষিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:অধীর-গড়ে চমক, সপ্তম দফায় শান্তিপূর্ণ ভোট মুর্শিদাবাদে !

ABOUT THE AUTHOR

...view details