পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Civic Poll 2022 : বোধোদয় হয়েছে সরকারের, দেরিতে ভোট পিছনোয় কটাক্ষ অধীরের - Bengal Civic Poll 2022

ভোট পিছনোর সিদ্ধান্ত দেরিতে নেওয়ায়, রাজ্য সরকারকে অদক্ষ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী (Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone) ৷ তাঁর অভিযোগ, আদালতে মামলা না হলে সরকার ভোট পিছানোর সিদ্ধান্ত নিত না (Delay Decision of Election Postpone) ৷ প্রসঙ্গত, চার পৌরনিগমের ভোট করোনা সংক্রমণের কারণে পিছিয়ে 22 জানুয়ারির বদলে 12 ফেব্রুয়ারি করেছে রাজ্য় নির্বাচন কমিশন (Bengal Civic Poll 2022) ৷

Bengal Civic Poll 2022 Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone
Bengal Civic Poll 2022 Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone

By

Published : Jan 15, 2022, 4:48 PM IST

বহরমপুর, 15 জানুয়ারি : দেরিতে হলেও, বোধোদয় হয়েছে সরকারের ৷ পৌরনিগম নির্বাচন পিছনো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷ তবে, করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে ভোট পিছনোর সিদ্ধান্ত নিতে সরকার দেরি করায় সমালোচনা করলেন তিনি (Adhir Chowdhury Criticise Government for Delay Decision of Election Postpone ) ৷ জানালেন, ‘‘রাজ্য সরকার আবারও তার অদক্ষতার পরিচয় দিয়েছে ৷’’ তাঁর অভিযোগ রাজ্য সরকার লাগামহীনভাবে নির্বাচন করার জন্য প্রতি পদে মদত দিয়েছে ৷

করোনার তৃতীয় ঢেউয়ের কারণে, চার পৌরনিগমের নির্বাচন পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ তার আগে রাজ্য সরকারের তরফে নির্বাচন পিছনো নিয়ে আপত্তি নেই বলে একটি চিঠি যায় কমিশনে ৷ যার পরেই কমিশন ভোটের দিন 22 জানুয়ারি থেকে পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে (Bengal Civic Poll 2022) ৷ যা নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘‘দেরিতে হলেও, রাজ্য সরকারের বোধোদয় হয়েছে ৷’’ তবে, দেরিতে সিদ্ধান্ত নেওয়া রাজ্য সরকারের অদক্ষতার পরিচয় বলে কটাক্ষ করেন অধীর ৷

আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : নয়া নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের, 12 ফেব্রুয়ারি চার পৌরনিগমের ভোট

অধীর বলেন, ‘‘বাংলার চিকিৎসকরা বারবার নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা বলছেন ৷ কিন্তু, রাজ্য সরকারের করোনা পরিস্থিতির মধ্যেই নির্বাচনে সায় ছিল ৷’’ আর বর্তমানে যখন সংক্রমণ হাতের বাইরে চলে গিয়েছে ৷ আর মানুষ সরকারের ভূমিকায় ক্ষুব্ধ ৷ তখন ভোট করানো থেকে রাজ্য সরকার পিছিয়ে এসেছে বলে অভিযোগ করেন অধীর ৷ পাশাপাশি এনিয়ে কলকাতা হাইকোর্টে মামলা না হলে, কেউ এনিয়ে ভাবত না বলে মনে করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

ABOUT THE AUTHOR

...view details