সামশেরগঞ্জ, 23 মে : ফের গঙ্গার ভাঙন আতঙ্কে কাঁপছে সামশেরগঞ্জ ব্লকের ধানঘড়া এলাকা । গত বছর জুন মাসে ভয়াবহ ভাঙনে গঙ্গা গর্ভে তলিয়ে যায় শতাধিক বাড়ি । গ্রাম ছাড়া হন অনেক পরিবার । বর্ষার অনেক আগেই ফের ওই এলাকায় ধস নামতে শুরু করায় ঘুম ছুটেছে বাসিন্দাদের । রবিবার ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক শরদ দ্বিবেদী ।
মুর্শিদাবাদ জেলায় অন্যতম সমস্যা গঙ্গার ভাঙন । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি উদাসীনতায় হাজার হাজার একর জমি তলিয়ে গিয়েছে গঙ্গার গর্ভে । ভাঙনের কবলে মুর্শিদাবাদ জেলার ভৌগোলিক অবস্থানই বদলে গিয়েছে । তবুও ভাঙন প্রতিরোধে রাজ্য বা কেন্দ্র সরকার কারও কোনও ভূমিকা নেই ।
প্রসঙ্গত, গত বছর জুন মাস নাগাদ সামশেরগঞ্জের ধানঘড়া এলাকায় শুরু হয় ধস । এই ধসের কবলে পড়ে শতাধিক বাড়ি সহ কয়েকশো বিঘা কৃষি জমি তলিয়ে যায় নদী গর্ভে । আতঙ্কে গ্রাম ছাড়েন অনেক পরিবার । এবার বর্ষার আগেই নদী পাড়ে ধস নামতে শুরু করায় আতঙ্ক তীব্রতর হয়েছে । আজ নদীপথে এলাকা পরিদর্শনে যান জেলাশাসক ।