পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে খালি পায়ে যাত্রা ব্যক্তির - অযোধ্যা

Ayodhya lord Shri Ram Temple: শ্রীরামের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ থেকে অযোধ্যা খালি পায়ে যাত্রা এক ব্যক্তির। বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দির উপর দিয়ে যাওয়ার পথে কান্দির মানুষ তাঁকে ফুলের মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেয় । রাস্তায় পুষ্প বৃষ্টিও করে তাঁকে সন্মান জানিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা এগিয়েও দেন এলাকার মানুষ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 6:39 AM IST

শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে খালি পায়ে যাত্রা ব্যক্তির

মুর্শিদাবাদ, 6 ডিসেম্বর: খালি পায়ে, হাতে বজরংবলীর মূর্তি ও পিঠে ব্যাগ । আর তাতে লাগনো আছে ভারতের জাতীয় পতাকা । এই নিয়ে এক হাজার 50 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন রাম ভক্ত বিশ্বম্ভর কলিতা । তাঁর গন্তব্য অযোধ্য়া । শ্রীরামের দর্শনে মুর্শিদাবাদ থেকে অযোধ্যার উদ্দেশে যাত্রা বিশ্বম্ভর কলিতার।

বুধবার সকালে মুর্শিদাবাদের কান্দির উপর দিয়ে যাওয়ার পথে কান্দির মানুষ তাঁকে ফুলের মালা পড়িয়ে দিয়ে বরণ করে নেয় । রাস্তায় পুষ্প বৃষ্টিও করে তাঁকে সন্মান জানিয়ে পাঁচ কিলোমিটার রাস্তা এগিয়েও দেন এলাকার মানুষ। সমাজ সেবী অনিরুদ্ধ রায় জানিয়েছেন, উনি সমস্ত মানুষের কল্যাণের জন্য অযোধ্য়া যাচ্ছেন। এটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন তাঁর পাশে এসে তাঁর সঙ্গে কিছুটা রাস্তা হেঁটে তাঁকে উৎসাহ জানাচ্ছে বলেও জানান তিনি । অনিরুদ্ধ রায়ের দাবি, যাতে বিশ্বম্ভর কলিতার চলার পথটি সুগম হয় সেকারণেই এলাকার মানুষ এগিয়ে এসেছেন। তাঁর এই যাত্রার জন্য সাধুবাদও জানিয়েছেন তিনি।

ভক্ত বিশ্বম্ভর কলিতা জানিয়েছেন, গত সোমবার সকাল আটটা নাগাদ বেরিয়েছেন তিনি। বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের চুনাখালিতে তাঁর বাড়ি ৷ এই যাত্রা সফল করতে তিন মাস সময় লাগবে বলেও জানিয়েছেন প্রভু। তাঁর বাড়ি থেকে রাম মন্দির এক হাজার 50 কিলোমিটার। তবে উনি উত্তরপ্রদেশের বাগেশ্বর ধাম হয়ে ঘুরে যাবেন তাই আনুমানিক এক হাজার 600 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তাঁর লক্ষ্য পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে, সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার হচ্ছে, তার নির্মূল হোক ও সকল মানুষের ভালো হোক। তবে উনি উত্তরপ্রদেশের বাগেশ্বর ধাম হয়ে ঘুরে যাবেন তাই আনুমানিক অনেকটাই পথ অতিক্রম করতে হবে তাঁকে।

ABOUT THE AUTHOR

...view details