পশ্চিমবঙ্গ

west bengal

বাংলাদেশ পাচারের আগে মাঝ গঙ্গা থেকে বাজেয়াপ্ত নিষিদ্ধ ফেন্সিডিল

By

Published : Oct 3, 2020, 5:47 PM IST

মাঝ গঙ্গা থেকে বাজেয়াপ্ত করা হল নিষিদ্ধ ফেন্সিডিল। রানিনগর BOP-র জওয়ানরা স্পিড বোট নিয়ে গঙ্গায় তাড়া করে পাচারকারীদের ধরে ফেলে ৷ উদ্ধার করা হয় কয়েক হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ৷ একইভাবে বামনাবাদ থেকে BSF উদ্ধার করে নিষিদ্ধ ফেন্সিডিল ৷

banned phensidyl confiscated
বাজেয়াপ্ত নিষিদ্ধ ফেন্সিডিল

জলঙ্গি,3 অক্টোবর : বাংলাদেশে পাচারের আগে মাঝ গঙ্গা থেকে বাজেয়াপ্ত করা হল নিষিদ্ধ ফেন্সিডিল। পৃথক দুটি ঘটনায় শনিবার 2189 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করল সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভোরে বহরমপুর সেক্টরের 117 নম্বর ব্যাটালিয়ন বামনাবাদ ও রাজানগর BOP থেকে কাফ সিরাপের বোতলগুলি উদ্ধার করেছে। বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে BSF সূত্রে জানা গিয়েছে।

রানিনগর BOP-র জওয়ানরা স্পিড বোট নিয়ে তাড়া করে পাচারকারীদের নৌকা ঘিরে ফেলে। যদিও পাচারকারীরা গঙ্গায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। নৌকা থেকে উদ্ধার হয় 1185 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ।

অপরদিকে একই দিনে বামনাবাদ BOP এলাকায় কাঁটাতারের আশপাশে দুষ্কৃতীদের গতিবিধি লক্ষ্য করে হানা দেয় BSF। দুষ্কৃতীদের চ্যালেঞ্জ করে উদ্ধার করা হয়েছে 1004 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল। এক্ষেত্রেও পাচারকারীরা ফেন্সিডিলের বোতলগুলি ফেলে রেখে পালায়। ফের ভারত বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তে মাদক পাচার চক্র অতি সক্রিয় হওয়ায় উদ্বিগ্ন সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

ABOUT THE AUTHOR

...view details