পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bank Roberry At Farakka : ফারাক্কায় ডাকাতির ঘটনায় ধৃতদের আদালতে পেশ - bank rubbery miscreants represent court today at Farakka in Murshidabad

মুর্শিদাবাদের ফারাক্কা মোড়ে একটি বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Bank Roberry At Farakka) ৷ আজ ধৃতদের আদালতে পেশ করা হয় ৷

Bank Roberry At Farakka
ফারাক্কায় ডাকাতির ঘটনায় ধৃতদের আদালতে পেশ পুলিশের

By

Published : Apr 14, 2022, 3:59 PM IST

ফারাক্কা, 14 এপ্রিল : মুর্শিদাবাদের ফারাক্কা মোড়ে একটি বেসরকারি ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় দু'ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন দুষ্কৃতীকে (Bank Roberry At Farakka)। আজ গ্রেফতার হওয়া তিনজনকে আদালতে তোলা হয় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রভাকর শিকদার (32), অরুণ সরকার (31), বিশ্বজিৎ রাই (26)। তাদের বাড়ি ঝাড়খণ্ডে। ধৃতদের কাজ থেকে 3টি ফোন, 1টি মোটর সাইকেল, প্রায় 55 লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার 14 দিনের জেল হেফাজত চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করানো হয়।

বুধবার দুপুরে ফারাক্কার এক বেসরকারি ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতি হয়। সশস্ত্র দুষ্কৃতীরা ব্যাঙ্ক কর্মীদের পিস্তল দেখিয়ে টাকা লুট করে নিয়ে যায়। দুষ্কৃতীদের ধাওয়া করে ঘটনার দু'ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 55 লক্ষ টাকা। দুষ্কৃতীরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। ঘটনায় স্থানীয় কেউ জড়িত রয়েছে বলেও অনুমান পুলিশের। সিসিটিভির ফুটেজ দেখে 8 জনকে চিহ্নিত করেছে পুলিশ।

ফারাক্কায় ডাকাতির ঘটনায় ধৃতদের আদালতে পেশ পুলিশের

আরও পড়ুন : মুর্শিদাবাদে ব্যাঙ্ক ডাকাতি, পুলিশি তৎপরতায় উদ্ধার টাকা

ধৃত 3 জনকে আজ আদালতে পেশ করা হয়। বাকিদের খোঁজে তিনটি টিমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। একটি টিম ঝাড়খণ্ডে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জঙ্গিপুর জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details