পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Attack on TMC leader : তৃণমূল ব্লক সভাপতির গাড়িতে দুষ্কৃতী হামলায় মৃত 1, আহত 3 - raninagar in murshidabad

তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়ে একদল দুষ্কৃতী ৷ ঘটনায় 1 জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও 3 জন ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই হামলার জন্য আঙুল তুলেছে কংগ্রেস, সিপিএম ও বিজেপির দিকে ৷

বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতী
বোমা ছোঁড়ে একদল দুষ্কৃতী

By

Published : Aug 16, 2021, 2:53 PM IST

রানিনগর, 16 অগস্ট : গতকাল রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়ায় রানীনগর 2 নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতির উপর একদল দুষ্কৃতী হামলা করে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় বাড়ি ফিরছিলেন শাহ আলম সরকার নামে ওই তৃণমূল নেতা ৷ তখনই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়ে ৷ বোমার আঘাতে গাড়ির চালক সাবির শেখের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 3 জন। আহতরা হলেন, শাহ আলম সরকার, তাঁর সঙ্গী সোহেল রানা ও দেহরক্ষী সাত্তার শেখ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে।

আহত 3 জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুরুতর আহত সাবির শেখকে কলকাতায় চিকিৎসার জন্য আনার সময় রাস্তাতেই মারা যান তিনি ৷

আরও পড়ুন : rail line landslide : জঙ্গিপুরে আহিরণ-সুজনীপাড়ার মাঝে রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল

হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন রানীনগর বিধানসভার তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন ৷ তিনি বলেন, "রবিবার রানীনগর থানার গোধনপাড়া এলাকায় আমাদের ব্লক সভাপতির গাড়ির উপর বোমা ছোড়ে কংগ্রেস, সিপিএম ও বিজেপির দুস্কৃতীরা। তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য এই চক্রান্ত।’’

ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির আঘাত গুরুতর না হলেও বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ABOUT THE AUTHOR

...view details