রানিনগর, 16 অগস্ট : গতকাল রাতে মুর্শিদাবাদের রানিনগর থানার গোধনপাড়ায় রানীনগর 2 নং ব্লকের তৃণমূল ব্লক সভাপতির উপর একদল দুষ্কৃতী হামলা করে ৷ স্থানীয় সূত্রে জানা যায়, সেই সময় বাড়ি ফিরছিলেন শাহ আলম সরকার নামে ওই তৃণমূল নেতা ৷ তখনই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি বোমা ছোড়ে ৷ বোমার আঘাতে গাড়ির চালক সাবির শেখের মৃত্যু হয় ৷ আহত হয়েছেন 3 জন। আহতরা হলেন, শাহ আলম সরকার, তাঁর সঙ্গী সোহেল রানা ও দেহরক্ষী সাত্তার শেখ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানিনগরে।
আহত 3 জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ গুরুতর আহত সাবির শেখকে কলকাতায় চিকিৎসার জন্য আনার সময় রাস্তাতেই মারা যান তিনি ৷