সামশেরগঞ্জ, 4 অগস্ট : সাতসকালে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার কোহেতপুরে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকাবাসীই প্রথম বোমাগুলি পড়ে থাকতে দেখেন ৷ তাঁরা জানিয়েছেন, দাবিদারহীন দু’টি ব্য়াগের ভিতর রাখা ছিল বোমাগুলি ৷ এলাকার বাসিন্দাদের কাছ থেকে সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ ৷ ওই বাঁশবাগান থেকে বোমা-সহ ব্যাগ দু’টি উদ্ধার করে নিয়ে যায় তারা ৷ তাতে অন্তত 30 টি বোমা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ৷ বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Bomb Recovered: কান্দিতে 12টি বোমা উদ্ধার, গ্রেফতার তৃণমূল নেতা
এই ঘটনার পরই যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়, সেটিকে ঘিরে ফেলে পুলিশ ৷ ওই এলাকায় আরও বোমা রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে ৷ এদিকে, বোমা উদ্ধারের কথা চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে উৎসাহী মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকর্মীদের ৷ তবে নিরাপত্তার খাতিরে তাঁদের কাউকেই ঘটনাস্থলের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি ৷