পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সালারে বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী - arms recover

গতকাল রাতে সালার থানার পুলিশ বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে । তাকে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jun 29, 2020, 3:30 AM IST

সালার, 28 জুন : বোমা তৈরির মশলা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী । ঘটনাটি মুর্শিদাবাদের সালার থানার দক্ষিণখন্ড গ্রাম এলাকার ।

গতকাল রাতে সালার থানার পুলিশ ওই দুষ্কৃতীর কাছ থেকে বোমা তৈরির মশলা সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । তখনই গ্রেপ্তার হয় সে । ধৃতকে আজ কান্দি আদালতে তোলা হয় । সেখানে তাকে পাঁচ দিনের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানানো হলে বিচারক সুস্মিতা মুখেপাধ্যায় তিন দিনের পুলিশি হেপাজতে রাখার নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম দিলীপ খাঁ। বাড়ি সালার থানার কায়েমপাড়া এলাকায়। বারুদের ব্যবসার সঙ্গে যুক্ত সে। গতকাল সালার থানার দক্ষিণখন্ড গ্রামে জিনিস হস্তান্তরের জন্য দাঁড়িয়েছিল দিলীপ । তখনই গ্রেপ্তার হয় সে । এরপর পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বোমা তৈরির বারুদ ,মশলা উদ্ধার করেছে । সঙ্গে একটি ওয়ান সার্টার পাইপগান ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details