কান্দি, 25 জুন : কান্দি যশোহরি এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী । ধৃতদের নাম লালবাবু শেখ এবং মেজারুল শেখ ৷ তাঁদের কাছে থেকে উদ্ধার হয়েছে দুটি পাইপগান এবং একটি গুলি ৷ মঙ্গলবার রাতে যশোহরি বাসট্যান্ডের কাছ থেকে এই দুই দুষ্কৃতীকে ধরে স্থানীয় থানার পুলিশ ৷ আজ সকালে ধৃতদের আদালতে তোলা হয় ৷
কান্দিতে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 2 - কান্দি
কান্দি যশোহরি এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী ৷
কান্দিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2
জানা গেছে ধৃতরা কান্দি থানার অন্তর্গত হাটপাড়া গ্রামের বাসিন্দা ৷ মঙ্গলবার এই দুই জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ এই বিষয়ে মুখ খুলতে চাননি ৷ কারণ মনে করা হচ্ছিল এই ঘটনার পিছনে আরও অনেকের হাত থাকতে পারে ৷ ধৃত দুইজনকে আজ সকালে কান্দি আদালতে পাঠানো হয় ৷ পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে তিন দিনের জন্য ওই দুই দুষ্কৃতীকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয় ।