পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার 2 - রেজিনগর অস্ত্র উদ্ধার

মুর্শিদাবাদ থেকে উদ্ধার অস্ত্র ৷ গ্রেপ্তার দুই জন ৷

ছবি
ছবি

By

Published : Nov 14, 2020, 10:18 PM IST

রেজিনগর, 14 নভেম্বর : দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল রেজিনগর থানার পুলিশ । গতকাল রাতে ওই দু'জনকে শক্তিপুর ফেরিঘাটের কাছ থেকে আগ্মেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম অসিম মণ্ডল ও হাবিবুর রহমান । এর মধ্যে অসীম মণ্ডিলের বাড়ি বেলডাঙা থানার নপুকুর । হাবিবুর ওই থানার কাপাসডাঙার বাসিন্দা । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন MM পিস্তল ও একটি ওয়ানসটার ।

আজ দুজনকে বহরমপুর আদালতে হাজির করা হয়েছে । গতকাল রেজিনগর থানা এলাকায় চলছিল ব্যাপক তল্লাশি ও ধরপাকড় । রাত সাড়ে বারোটা নাগাদ খবর পেয়ে পুলিশ শক্তিপুর ফেরিঘাটে হানা দেয় । সেখান থেকেই অস্ত্রসহ দু'জনকে গ্রেপ্তার করা হয় । আগ্নেয়াস্ত্র দুটি শক্তিপুরের এক বাসিন্দার কাছ থেকে আনছিল বলে ধৃতরা পুলিশের জেরায় স্বীকার করেছে । অস্ত্র সরবরাহকারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ । চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত বলে অনুমান পুলিশের ।

ABOUT THE AUTHOR

...view details