পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার অস্ত্র কারবারী - Samsergunj

আজ পাহাড়ঘাঁটিতে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ । সেখানে থেকেই সফিকুলকে আটক করে পুলিশ । তার কাছ থেকে তল্লাশি চালিয়ে দুটি নাইন MM পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ।

অস্ত্র কারবারী

By

Published : Sep 21, 2019, 5:17 PM IST

সামশেরগঞ্জ, 21 সেপ্টেম্বর : সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার এক অস্ত্র কারবারী ৷ আজ সকালে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি মোড় থেকে অস্ত্র সহ ওই পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতের নাম সফিকুল ইসলাম । বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায় । আজ তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে ।

গোপন সূত্রে খবর পেয়ে আজ পাহাড়ঘাঁটিতে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ । সেখানে থেকেই সফিকুলকে আটক করে পুলিশ । তার কাছ থেকে তল্লাশি চালিয়ে দুটি নাইন MM পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

For All Latest Updates

TAGGED:

Samsergunj

ABOUT THE AUTHOR

...view details