পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arijit Singh: জিয়াগঞ্জে ফ্রি-কোচিং সেন্টার খুলছেন অরিজিৎ - অরিজিৎ সিং

সঙ্গীতের জাদুতে দেশবাসীকে মোহিত করে রেখেছেন অরিজিৎ সিং। আগেই শিক্ষার অগ্রগতিতে শিক্ষাকেন্দ্রের আঙিনায় পা-দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সৌজন্যে। এবার নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ইংরেজি কোচিং ক্লাস খোলার উদ্যোগ নিলেন অরিজিৎ সিং (Arijit Singh Going to Open Free Coaching Centre)।

Arijit Singh
সঙ্গীতের পাশাপাশি এবার ফ্রি কোচিং সেন্টার খুলতে চলেছেন অরিজিৎ সিং

By

Published : Aug 10, 2022, 10:34 PM IST

জিয়াগঞ্জ, 10 অগস্ট:নিজের বাড়ির কাছেই ফ্রি-কোচিং সেন্টার খুলতে চলেছেন অরিজিৎ সিং(Arijit Singh Going to Open Free Coaching Centre) ৷

কোচিং সেন্টারের জন্য অরিজিৎ সিং মঙ্গলবার দুপুরে আচমকা হাজির হয়ে যান পারিবারিক বন্ধু শঙ্কর মণ্ডলের নার্সিং কলেজে। আর সুরের জাদুকরকে হাতের মুঠোয় পেয়ে হুমড়ি খেয়ে পড়লেন নার্সিং ছাত্রীরা। মুঠোফোনে বন্দি করে রাখলেন আবেগঘন মুহূর্ত। মুহূর্তের মধ্যে সোশাল মাধ্যমে ভাইরাল হল ভিডিয়ো।

সঙ্গীতের শীর্ষ আসনে বসেও নিজেকে মাটির মানুষই ভাবেন 'মেলোডি কিং'। শুধু সঙ্গীত দিয়ে দেশের সেবা করতে চান না। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে খুলতে চান ইংলিশ কোচিং সেন্টার। আর তার জন্য জিয়াগঞ্জে আটটি বড়-বড় ঘরের প্রয়োজন সঙ্গীত শিল্পীর। এর জন্য আবদার করেছিলেন পারিবারিক বন্ধু শঙ্কর মণ্ডলের কাছে।

নিজের বাড়ির কাছেই ফ্রি কোচিং সেন্টার খুলতে চলেছেন অরিজি

আরও পড়ুন:ছুটিতে স্বদেশে এসে পড়ুয়াদের ইংরেজি শেখাচ্ছে লন্ডনের আরাত্রিকা

শঙ্করবাবুর জিয়াগঞ্জ থানা সন্নিকটে রয়েছে নার্সিং কলেজ। শঙ্কর মণ্ডল জানালেন, "মনিটর দেওয়া বড় মাপের ঘর দেখে পছন্দ হয়েছ অরিজিতের। ওখানেই কোচিং সেন্টার খুলতে চান।" গতকাল দুপুর একটা নাগাদ সাদামাটাভাবেই পৌঁছে যান নার্সিং কলেজে। ঘর দেখেন। সঙ্গে ছিলেন বন্ধু শঙ্করও। অরিজিৎ সিংকে কলেজে পা-রাখতে দেখেই মুহূর্তেই হস্টেলের চারতলা পর্যন্ত খবর পৌঁছে যায়। বারান্দায় আর ক্যাম্পাসে হুমড়ি খেয়ে পড়েন প্রশিক্ষণরত ছাত্রীরা। খুব শীঘ্রই ফ্রি কোচিং সেন্টার চালু হচ্ছে আর সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details