রঘুনাথগঞ্জ ও কলকাতা , 14 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের হিংসার বলি আরও 1। গত শনিবার ভোটের দিন হামলায় গুরুতর জখম হয়েছিলেন ওই তৃণমূল কর্মী ৷ তাঁরই মৃত্যু হল শুক্রবার সকালে ৷ মৃতের নাম সইবুর রহমান (60)। বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বড়শিমূল গ্রাম পঞ্চায়েতের চর বাজিতপুরে। তাঁর মৃত্যুর ঘটনায় রঘুনাথগঞ্জের চর বাজিতপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
জানা গিয়েছে, সইবুর কলকাতার নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালে ভরতি ছিলেন ৷ এদিন সকালেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত শনিবার ভোটের দিন কংগ্রেস, সিপিএম ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ । গত সোমবার সইবুর রহমানের এক ভাইয়ের মৃত্যু হয়েছে ৷ তিনিও চিকিৎসাধীন ছিলেন । তাঁর নাম মইদুল শেখ। তিনিও তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে একই পরিবারের দুই ভাই হিংসার বলি হলেন । ফলে স্বাভাবিকভাবেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ৷