বহরমপুর, 24 জানুয়ারি : মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের 10টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের অভিযোগ (Ambulance Vandalised by Goons) ৷ হাসপাতালের পার্কিংয়ে থাকা অবস্থাতেই সেগুলিকে ভাঙা হয়েছে বলে অভিযোগ ৷ রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ চালকরা পার্কিংয়ে গেলে কাঁচ ভাঙা অবস্থায় অ্যাম্বুলেন্সগুলি দেখতে পান ৷ অ্যাম্বুলেন্সগুলি মাতৃযান হিসাবে ব্যবহার করা হত ৷ এই ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বহরমরপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ৷
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চলা অ্যাম্বুলেন্স মালিকদের অভিযোগ, গতকাল রাতে চালকরা অ্যাম্বুলেন্সের পার্কিংয়ে গিয়ে দেখেন 10টি গাড়ির কাঁচ ভাঙা (Ambulance Vandalised in Murshidabad Medical College) ৷ বিষয়টি প্রথমে হাসপাতালের এমএসডিপি অমিয় বেরাকে জানান চালকরা ৷ পরে তিনিই বহরমপুর থানায় খবর দেন ৷ অভিযোগ, কয়েকদিন আগে হাসপাতালের অন্য অ্যাম্বুলেন্সের চালকদের সঙ্গে একটি বিবাদ হয়েছিল মাতৃযানের চালকদের ৷ সেই অ্যাম্বুলেন্সগুলির চালকরা এ কাজ করে থাকতে পারে বলে অভিযোগ মাতৃযানের চালকদের ৷