লালগোলা, 12 জুন : সরকারি জায়গা দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল পঞ্চায়েতের এক সদস্যের বিরুদ্ধে । অভিযুক্তের নাম বকুল শেখ ।
সরকারি সম্পত্তিতে বাড়ি তৈরির অভিযোগ পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে - Murshidabad
গ্রামবাসীর নিষেধের পরও সরকারি রাস্তার উপর বাড়ি তৈরির অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে । ঘটনাটি লালগোলা গ্রাম পঞ্চায়েতের । অভিযুক্তের নাম বকুল শেখ । যদিও, তার খোঁজ না মেলার কারণে এই বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি ।
স্থানীয় সূত্রে খবর , ওই এলাকায় মাঠ এবং কবরস্থানে যাওয়ার জন্য 55 ফুটের একটি সরকারি রাস্তা আছে । এখন ক্ষমতার জোরে সেই জায়গার উপর এলাকাবাসীদের ভয় দেখিয়ে বাড়ি তৈরি করছে লালগোলা গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য । এই জায়গা ঘিরে বাড়ি তৈরি করার ফলে মাঠে বা কবরস্থানে যাওয়ার জন্য প্রায় 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হয় । গ্রামবাসীরা বকুল শেখকে সেখানে বাড়ি তৈরি করার জন্য নিষেধও করে । কিন্ত তাদের কথা সে কানে তোলেনি। ক্ষমতা জেরে সেখানেই শুরু করে পিলার তৈরির কাজ । এর পাশাপাশি যেখানে বাড়ি তৈরি হচ্ছে তার পাশেই ঢালাই রাস্তা ও সরকারি টাইম কল । এলাকার মানুষজনের এখনও ভরসা সেই টাইম কলের পানীয় জলের । কিন্তু পিলার তৈরির জন্য মাটি কাটতে গিয়ে সেই টাইম কলের পাইপ মাটির তলা থেকে বের করে দেওয়া হয়েছে । যে কোনও সময় সেটি ভেঙে যেতে পারে । গ্রামবাসীরা বলেছেন, এখনও যদি সরকারি জায়গার উপর বকুল শেখ জোর করে বাড়ি তৈরি করে তাহলে হয়তো ভবিষ্যতে সেখানে থাকা সরকারি ট্যাপ কলও ভেঙে ফেলবে ।
যদিও পঞ্চায়েত সদস্য বকুল শেখ বেপাত্তা । তার বাড়ি তালাবন্ধ পাওয়া যায় । ফোন করলেও যোগাযোগ করা যায়নি । এই ব্যপারে লালগোলা বিধানসভার বিধায়ক আবু হেনাকে ফোন করলে তিনি বলেন, “আমি শুনেছি এবং আমি এখন বাইরে আছি তাই বিষয়টি আমি আমার অন্য নেতৃত্বদের খোঁজ নিয়ে দেখতে বলেছি । যদি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব ।"