নওদা, 7 ফেব্রুয়ারি : পারিবারিক ঝামেলার জেরে মহিলাকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর গ্রামের ঘটনা ৷
মৃতের নাম নাসরিন বিবি (45) ৷ পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷