পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পারিবারিক বিবাদের জেরে মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ - woman

পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷

murder of a woman
পারিবারিক বিবাদের জেরে মহিলাকে খুনের অভিযোগ

By

Published : Feb 7, 2020, 9:45 PM IST

নওদা, 7 ফেব্রুয়ারি : পারিবারিক ঝামেলার জেরে মহিলাকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর গ্রামের ঘটনা ৷

মৃতের নাম নাসরিন বিবি (45) ৷ পারিবারিক সূত্রে খবর, শৌচালয় তৈরি করাকে কেন্দ্র করে নাসরিন বিবির সঙ্গে বচসা বাধে তাঁর জা ডলি বিবির ৷ অভিযোগ, বচসার জেরে একে অপরকে কোদাল, রড দিয়ে মারধর শুরু করে ৷ হাতাহাতির জেরে গুরুতর জখম হন নাসরিন বিবি ৷ তাঁকে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় ৷

নাসরিন বিবির ছেলে মিলন আনসারি বলেন, "চারজন মিলে পিটিয়ে মেরে ফেলেছে ৷ ওরা শৌচালয় তৈরি করতে গেলে আমার মা বাধা দেয় ৷ মা বলেন শৌচালয় তৈরি করতে হলে জায়গা মেপে ভাগ করে তারপর তৈরি করতে ৷ এর পরই ওরা মাকে মারধর করে ৷"

মৃতের পরিবারের পক্ষ থেকে নওদা থানায় চারজনের নামে নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় । পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details