কান্দি, 5 জুন: ভুয়ো লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি মোটর ট্রেনিং স্কুলের বিরুদ্ধে । মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের মাধুনিয়া উলাপাড়ার বাসিন্দা দেবাশিস হাজরার অভিযোগ, গত দুই বছর আগে তিনি কান্দি থানার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত একটি বেসরকারি মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হয়েছিলেন । গাড়ি চালানোর জন্য সরকারি স্বীকৃতি পাওয়ার উদ্দেশ্যে । তবে দীর্ঘদিন ধরে ক্লাস ও মোটা টাকা দেওয়ার পর তাকে একটি ভুয়ো লাইসেন্স প্রদান করা হয় ওই মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে । যদিও দুই বছর পর ওই বাসিন্দা যখন বুঝতে পারেন যে তার লাইসেন্সটি ভুয়ো তখন ওই মোটর ট্রেনিং স্কুলের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে একাধিকভাবে বিভ্রান্তি করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ তাঁর ।
তাই এই ঘটনায় ন্যায্য বিচারের আশায় মুর্শিদাবাদ জেলা পরিবহণ দফতরেও লিখিত অভিযোগ জানান তিনি । কিন্তু তারপরও কোনও সুরাহা মিলছে না বলে জানান ওই ব্যক্তি । পরিবহণ দফতর ও বেসরকারি মোটর ট্রেনিং স্কুলের পক্ষ থেকে উলটে বলা হচ্ছে ফের মোটা টাকা লাগবে তারপরেই মিলতে পারে তাঁর আসল লাইসেন্স ।