সাগরদিঘি, 15 ডিসেম্বর : ফের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদ ৷ আজ সকালেই 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা ৷
উত্তপ্ত সাগরদিঘি, জাতীয় সড়কে জ্বলল টায়ার - Agitation in Sagardighi
আজ সকালেই 34 নম্বর জাতীয় সড়কের উপর সাগরদিঘি থানার শেখদিঘিতে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেছেন বিক্ষোভকারীরা ৷
জাতীয় সড়কে জ্বলল টায়ার
আতঙ্কে জাতীয় সড়কে বন্ধ যান চলাচল ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে বেগ পেতে হচ্ছে পুলিশকে ৷ স্থানীয়দের আশঙ্কা, গত দু'দিনের মতো শেখদিঘির উত্তাপের রেশ দ্রুত গোটা জেলায় ছড়িয়ে পড়বে ৷
জেলার সমস্ত স্টেশনগুলিতে মোতায়েন করা হয়েছে RPF ৷ বাইরে থেকে আনা হয়েছে বাহিনীও ৷