পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hazarduari : হাজারদুয়ারি প্যালেস খুলতেই শুরু টিকিটের কালোবাজারি - hazarduari palace museum

বিগত দেড় বছর পর খুলেছে মুর্শিদাবাদের অন্যতম ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি ৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চালু করা হয়েছে অনলাইন টিকিট ৷ কিন্তু অনেকসময় টিকিট বিভ্রাটে পড়ছেন পর্যটকরা ৷ সেই সুযোগে শুরু হয়েছে টিকিটের কালোবাজারি ৷

Hazarduari
Hazarduari

By

Published : Oct 20, 2021, 10:51 PM IST

বহরমপুর, 20 অক্টোবর : করোনা আতঙ্কে দীর্ঘদিন অন্যান্য পর্যটন কেন্দ্রের মতো মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান হাজারদুয়ারির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দেশ-বিদেশের পর্যটকরা । ধীরে ধীরে ফের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পুজোর মরসুমে নবাম নাজিম হুমায়ুন জাঁ-র তৈরি এই ঐতিহাসিক স্থাপত্য আবারও পর্যটক টানতে শুরু করেছে ৷

ফের পর্যটকদের আগমন হতে শুরু করায় খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী থেকে শুরু করে টুরিস্ট গাইড ও টাঙা চালকরা । তবে সমস্যা একটাই । এখন হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামে ঢুকতে হলে টিকিট কাটতে হচ্ছে অনলাইনে । যার ফলে বিভ্রান্ত হচ্ছেন বহু পর্যটক ৷ অনেক সময় অনলাইন টিকিট ঠিকমতো বুকিং না হওয়ায় হাজারদুয়ারি দেখতে এসে ফিরে যাচ্ছেন অনেকেই ৷ আর এই সুযোগে বহু অসাধু ব্যবসায়ী টিকিটের কালোবাজারি শুরু করেছে । যার জেরে অনেক পর্যটক মিউজিয়ামে ঢুকতেই পারছেন না । তবে এই বিষয়টি এড়িয়ে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের ডেপুটি সুপারের দাবি, পর্যটকদের জন্য সাজানো রয়েছে মিউজিয়াম । ডিসেম্বর, জানুয়ারি মাসে ভিড় আরও বাড়বে ।

এক সময় বাংলা, বিহার ও ওড়িশার রাজধানী ছিল মুর্শিদাবাদ । আজও নবাবের শহর নামেই বেশি পরিচিত মুর্শিদাবাদের লালবাগ । লালবাগের ভাগীরথীর তীরে 1829 সালের 9 অগাস্ট হাজারদুয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নবাব নাজিম হুমায়ুন জাঁ । প্রধান অতিথি হিসাবে সেদিন উপস্থিত ছিলেন উইলিয়াম ক্যাভেন্ডিস বেন্টিঙ্কস । নকল ও আসল দরজা মিলিয়ে এক হাজার দরজার এই হাজারদুয়ারির নির্মাণ কাজ শেষ হয় 1837 সালের ডিসেম্বরে ।

আরও পড়ুন : Durga Puja: ভাল না লাগলেও আসতে হয়, কাঁসর হাতে শৈশব হারাচ্ছে সুমনরা

425 ফুট লম্বা ও 200 ফুট চওড়া ডেরিক স্থাপত্যের হাজারদুয়ারি বা বড়কুঠি নির্মাণে খরচ পড়েছিল তখনকার দিনে প্রায় সাড়ে 16 লাখ টাকা । প্রায় দুই শতাব্দী মাথা উঁচু করে নবাব আমলের ইতিহাসকে বহন করে আসছে হাজারদুয়ারি । পরবর্তীতে ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ এই প্যালেস অধিগ্রহণ করে পর্যটকদের জন্য খুলে দেয় ।

তিন তলা বিশিষ্ট মিউজিয়ামের প্রথম তলায় রয়েছে নবাব আমলের হাজার হাজার নিদর্শন । বিভিন্ন রকম অস্ত্র থেকে শুরু করে যুদ্ধের পোশাক ও লোহার দস্তানার পাশাপাশি রয়েছে ম্যাজিক আয়না । দরবার হল ও শয়ন কক্ষে রয়েছে নবাবদের ব্যবহৃত সব আসবাব । প্যালেসের দেওয়াল জুড়ে চিত্রিত রয়েছে অসাধারণ চিত্রকলা ।

প্রতি বছর 13 থেকে 14 লাখ পর্যটক হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম দেখতে আসেন । তবে করোনার জেরে গত দেড় বছর ধরে পর্যটকের অভাবে খাঁ খাঁ করছিল বিশাল এই হাজারদুয়ারি চত্বর । তবে সম্প্রতি কোভিড আতঙ্ক একটু স্থিতিশীল হওয়ায় ফের পর্যটকদের আনাগোনা বেড়েছে । আর পর্যটক আসতে শুরু করায় মুখে হাসি ফুটেছে পর্যটন শিল্পের সঙ্গে জড়িত বাকিদেরও । তবে আপাতত বন্ধ রয়েছে টিকিট কাউন্টার । পর্যটকদের টিকিট সংগ্রহ করতে হচ্ছে অনলাইনে । অনেক মানুষই এখনও অনলাইনে টিকিট কাটতে সড়গড় না হওয়ায় টিকিটের কালোবাজারি করে সুযোগ নিচ্ছে কিছু আসাধু লোকজন ৷

হাজারদুয়ারি প্যালেস খুলতেই শুরু টিকিটের কালোবাজারি

আরও পড়ুন :Bhadu Song : শিল্পীর অভাবে অস্তিত্ব সংকটে প্রাচীন লোকসংস্কৃতি ভাদু গান

এই বিষয়ে টুরিস্ট গাইড জামাল মোল্লা জানান, এখনও অনেকের কাছে বড় ফোন নেই ৷ ফলে অনলাইন টিকিট কাটার ব্যাপারে সমস্যা হচ্ছে তাঁদের ৷ এর জন্য অনেক দূর থেকে এসেও অনেকে হাজারদুয়ারি না দেখেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন ৷ হাজারদুয়ারি খোলা রয়েছে তাতে সংক্রমণ বাড়বে না, আর টিকিট কাউন্টার খুললেই যত সংক্রমণ বাড়বে বলে টিকিট কাউন্টার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ ৷

যদিও টিকিটের কালোবাজারির বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন হাজারদুয়ারি ম্যানেজমেন্টের ডেপুটি সুপার গৌতম হালদার ৷ টিকিটের সমস্যার চেয়ে পর্যটকদের আসা নিয়েই বেশি উৎসাহী তিনি ৷

এত বড় পর্যটন কেন্দ্রে পানীয় জল-সহ পর্যটকদের বিশ্রামের ব্যবস্থা ও পরিচ্ছন্নতা নিয়ে অনেকের ক্ষোভ থাকলেও প্রতিদিনই ভিড় বাড়ছে পর্যটকদের । ডিসেম্বর ও জানুয়ারিতে এবার পর্যটকের ভিড় উপচে পড়বে বলেই আশায় বুক বাঁধছেন হাজারদুয়ারির সঙ্গে জড়িতে সকলে ।

আরও পড়ুন : Durga puja: তপশিলি পরিবারের হাতে পূজিত হচ্ছেন কাপাসডাঙার দুর্গা

ABOUT THE AUTHOR

...view details