সুতি, 8 অগস্ট: বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে আটকাতে বোর্ড গঠনের সময় একজোট হল বাম, কংগ্রেস, বিজেপি ও নির্দল। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 15-10 ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন জাতীয় কংগ্রেসের আলমিরা খাতুন। পঞ্চায়েত বোর্ডে উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপি সদস্য টিঙ্কু দাস।
মঙ্গলবার বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে মহেশাইল 1 নম্বর পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে টানটান উত্তেজনার সৃষ্টি হয়। কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে । জানা গিয়েছে, সুতি 2 নম্বর ব্লকের মহেশাইল 1 নম্বর গ্রামপঞ্চায়েতে মোট আসন রয়েছে 25টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় 10টি আসন, বিজেপি 7টি, কংগ্রেস 5টি, আরএসপি 2টি এবং এক নির্দল প্রার্থী জয়ী হন। মঙ্গলবার বোর্ড গঠনের দিনে কার্যত একজোট হয়ে যায় সমস্ত বিরোধী শক্তি।
আরও পড়ুন:'দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট দেওয়া হয়নি,' তৃণমূলের ধরনা মঞ্চে বিস্ফোরক উদয়ন