ফরাক্কা, 24 অক্টোবর : সালটা ছিল 1998 ৷ মা ও মামার সঙ্গে চিকিৎসা করতে জঙ্গিপুর যায় মানসিক ভারসাম্যহীন প্রদীপ হালদার ৷ কোনওভাবে সেখান থেকে হারিয়ে যায় প্রদীপ ৷ বহু খোঁজাখুঁজি ও থানায় নিখোঁজ ডায়েরি করার পরেও ছেলেকে ফিরে পাননি মা তুড়ি হালদার ৷ বাড়ি ফিরতে গেলে যে ঠিকানা বলতে হবে ৷ কিন্তু প্রদীপ তো ঠিক করে কথাই বলতে পারে না ৷ তাই মানসিক ভারসাম্য ছেলেকে হয়তো আর কখনও ফিরে পাবেন না, এমনটাই ভেবেছিলেন তুড়িদেবী ৷ ছোট ছেলেকে নিয়েই বড় ছেলেকে হারানোর কষ্ট লাঘব করতে চেয়েছিলেন ৷
Lost Young Boy Returned Home : 22 বছর পর স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় মা-ছেলের মিলন - হারিয়ে ফেলা
গল্প হলেও সত্য়ি ! 22 বছর পরে ঘরে ফিরে এল হারিয়ে যাওয়া ছেলে ৷ এত বছর পর ফিরে পেয়ে আনন্দে আপ্লুত মা আদরে ভরিয়ে দিলেন ছেলেকে ৷ সৌজন্যে মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ৷ কেমন ছিল সেই কাহিনী ?
1998 থেকে 2021 ৷ মাঝে 22টা বসন্ত পেরিয়ে গিয়েছে ৷ আজ হঠাৎ সেই 22 বছর আগের হারিয়ে যাওয়া প্রদীপকে বাড়ির দরজায় দেখে কার্যত হকচকিয়ে যান তুড়িদেবী ৷ প্রদীপের পিছনে থাকা 'শ্রদ্ধা' নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন সদস্য গোটা বিষয়টি বলায় বুঝতে পারেন তিনি ৷ 22 বছর পর হারানো ছেলেকে ফিরে পেয়ে আদরে ভরিয়ে দেন মা ৷ চোখে তখন আনন্দাশ্রু ৷ এতদিন পর ছেলেকে ফিরে পেয়ে বাকরুদ্ধ তুড়িদেবী ৷ জিজ্ঞাসা করায় প্রদীপও জানান, মা কে চিনতে পেরেছেন তিনি ৷
রবিবার এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল ফরাক্কার রেলবাজার এলাকা । প্রদীপকে দেখতে তখন বাড়িতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা ৷ মূলত মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা 'শ্রদ্ধা'-র মাধ্যমেই বাড়ি ফিরে আসতে সক্ষম হয় হারিয়ে যাওয়া প্রদীপ হালদার । শ্রদ্ধার এক সদস্য নীতীশ শর্মা জানান, তাঁরা প্রধানত হারিয়ে যাওয়া ও পথভোলা ব্যক্তিদের চিকিৎসা করিয়ে বাড়িতে ফেরানোর কাজ করেন ৷ কয়েকমাস আগে দিল্লি থেকে প্রদীপকে উদ্ধার করা হয় । তারপর চিকিৎসার জন্য মুম্বইয়ে নিয়ে আসা হয় । সেখানেই চিকিৎসার পর একটু সুস্থ হয়ে প্রদীপ নিজের নাম ও ঠিকানা বলতে পারে । সেই সূত্র ধরেই আজ তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ৷
আরও পড়ুন :CAA Detention Camp : দেড় দশক পর ঘরে ফিরল অসমে 'হারিয়ে যাওয়া' ছেলে