পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Border Fencing Issue : সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজের জমিজট কাটাতে সুতিতে বৈঠক - administrative meeting for border fencing land acquisition issue

সীমান্তে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সমস্যায় পড়েছে বিএসএফ (BSF) । সেই নিয়ে বৈঠক হল মুর্শিদাবাদের সুতিতে ৷

administrative meeting for border fencing land acquisition issue with bsf at murshidabad
সীমান্তে কাঁটাতার দেওয়ার কাজের জমিজট কাটাতে সুতিতে বৈঠক

By

Published : Nov 29, 2021, 4:50 PM IST

Updated : Nov 29, 2021, 5:41 PM IST

সুতি (মুর্শিদাবাদ), 29 নভেম্বর : সীমান্তে কাঁটাতারের ফেন্সিং (Border Fencing) দিতে তৎপর বিএসএফ । ইতিমধ্যেই গঙ্গা, ভাগীথী নদীর পাড়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় কাঁটাতার দিতে জমি অধিগ্রহণ শুরু করেছে প্রশাসন । শুরু হয়েছে জমি জরিপের কাজ ।

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি-1, সুতি-2, রঘুনাথগঞ্জ-2, লালগোলা, ভগবানগোলা-1, ভগবানগোলা-2, রানিনগর-2 ও জলঙ্গি ব্লকের অধীনে থাকা এই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া হবে ।

আরও পড়ুন :BSF Jurisdiction : ভৌগোলিক সীমা বাড়লেও ক্ষমতা বাড়েনি, মন্তব্য বিএসএফের আইজির

এদিকে সীমান্তে কাঁটাতারের ফেন্সিং তৈরির জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সমস্যায় পড়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Fencing Land Acquisition) । পর্যাপ্ত জমি না মেলায় সুতির সীমান্তে ফেন্সিং তৈরির কাজ থমকে রয়েছে । তাই চাষিদের নিয়ে বৈঠক করেন সুতি-1 ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ৷

বৈঠকে ছিলেন ব্লক প্রশাসনের অন্যান্য কর্তা ও বিএসএফ আধিকারিকরা । পাশাপাশি এদিনের বৈঠকে ছিলেন বর্ডার সংলগ্ন এলাকা নুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্যরাও ।

আরও পড়ুন :BSF: দিনের বেলায় সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

মূলত চাষিদের রাজি করাতেই এই বৈঠক বলে জানা গিয়েছে । সুতি-1 ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, ইতিমধ্যেই 411 জন লিখিত সম্মতি দিয়েছেন । বাকিরা মৌখিক সম্মতি দিয়েছেন । প্রত্যেকের কাছ থেকে লিখিত সম্মতি পেলেই ফেন্সিংয়ের কাজ শুরু হবে ।

উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব সীমান্তবর্তী জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন । সেখানেই সীমান্তে ফেন্সিং দিতে জমি অধিগ্রহণে তৎপর হতে নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রক । তারপর থেকেই কার্যত তৎপরতা শুরু করেছে প্রশাসন ।

আরও পড়ুন :BSF : বিএসএফের কাজের সীমানা বৃদ্ধি প্রসঙ্গ উঠলই না কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠকে

Last Updated : Nov 29, 2021, 5:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details