মুর্শিদাবাদ, 9 মে : এবার গঙ্গার(ভাগীরথী নদী) মিষ্টি জলে ইলিশ চাষের উদ্যোগ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন (Cultivate Hilsa in fresh water of Ganga)। ফরাক্কা ব্যারেজের ডাউন স্ট্রিমে ইলিশ চাষে তৈরি করা হচ্ছে একটি গবেষণাগার । জেলাশাসক শরদ দ্বিবেদী গবেষণাগার তৈরির জন্য দ্রুত প্রজেক্ট রিপোর্ট তৈরি করে জমা দেওয়ার নির্দেশ দেন ৷ রাজ্য সরকারের বর্ষপূর্তিতে ফরাক্কায় সরকারি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে গিয়ে এই নির্দেশ দেন জেলাশাসক।
শরদ দ্বিবেদী বলেন, "ফরাক্কার গঙ্গায় ইলিশ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে । আমরা তার উদ্যোগও নিয়েছি । এরজন্য একটি গবেষণাগারও তৈরি করা হচ্ছে ।" রাজ্য সরকারের 11 বছর এবং মুখ্যমন্ত্রীর তৃতীয়বারের শপথ গ্রহণের বর্ষপূর্তিকে সামনে রেখে ফরাক্কা ব্লকে সরকারি জনমুখী প্রকল্পগুলির কাজের গতি খতিয়ে দেখতে যান জেলাশাসক শরদ দ্বিবেদী । নৌকায় জলপথেও বিভিন্ন জায়গায় ঘোরেন তিনি । জেলাশাসকে জলপথ পরিদর্শনে গঙ্গায় কয়েক হাজার মাছের চারাও ছাড়া হয় । ব্লক প্রশাসনের পশাপাশি জেলাশাসকের সঙ্গে ছিলেন বিদ্যুৎ দফতরের রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান । এতদিন সমুদ্রের মোহনা দিয়ে ইলিশের ঝাঁক গঙ্গায় ডিম ছাড়ার জন্য প্রবেশ করত ।