বহরমপুর, 1 এপ্রিল: শিশু সুরক্ষা নিয়ে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী । বহরমপুরে সরকারি হোমের 11 জন কিশোর নিখোঁজের ঘটনায় এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি ৷ অধীর বলেন, "আমার মনে হয় তাদের উপর অত্যাচার হয় ৷ খাবার দেওয়া হয় না ৷ যত্ন নেওয়া হয়নি । তাই তাদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে । কেন পালাচ্ছে, তার তদন্ত হওয়া উচিত ।"
পাশাপাশি হাওড়ার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ এমনকী এই ঘটনায় তিনি শুভেন্দু অধিকারীর এনআইএ তদন্তের দাবি খারিজ করে দেন ৷ রাজ্য সরকারের গাফিলতির দিকেই আঙুল তুলে অধীররঞ্জন চৌধুরী জানান, মশা মারতে কামান দাগার দরকার নেই । চেষ্টা করলে রাজ্য সরকারই এর তদন্ত করতে পারবে । সব ভিডিয়ো ফুটেজ রয়েছে । রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে । তবে সবার আগে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ৷ যাদের উপর দায়িত্ব ছিল ৷ রাজ্য সরকার মনে করলেই সব করে দেখাতে পারে বলে তাঁর মত।