কান্দি, 17 নভেম্বর : বহরমপুর-সাঁইথিয়া 11 নম্বর রাজ্য সড়কের উপর অবস্থিত রণগ্রাম ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল ৷ দ্রুত এই ব্রিজের বিকল্প ব্যবস্থা করতে হবে এই দাবিতে পদযাত্রা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷
এর জন্য দু'দিনে প্রায় 16 কিলোমিটার হেঁটেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ সোমবার কান্দি থানার গোকর্ণ থেকে শুরু করে পুরন্দরপুর পর্যন্ত পদযাত্রা করেন তিনি ৷ আর মঙ্গলবার সকালে পুরন্দরপুর থেকে কান্দি মহকুমাশাসকের দফতর পর্যন্ত হাঁটেন তিনি ৷ পদযাত্রা শেষে পথসভা ও দ্রুত রণগ্রাম ব্রিজের বিকল্প ব্যবস্থা করার দাবিতে কান্দি মহকুমাশাসক নবীনকুমার চন্দ্রের কাছে স্মারকলিপি জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷