বহরমপুর, 24 ডিসেম্বর : সদ্য শেষ হয়েছে কলকাতা পৌর নির্বাচন ৷ কিন্তু তা নিয়ে সন্তুষ্ট নয় বিরোধীরা ৷ তাঁদের সকলের দাবি, কলকাতায় নির্বাচনের নামে প্রহসন হয়েছে ৷ তাই বাকি পৌরসভায় নির্বাচনের দিন ঘোষণা হতেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি নিয়ে আদালতে যাওয়ার কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury on Municipal Election) ।
শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে এমনই বার্তা দিলেন তিনি । পাশাপাশি সুষ্ঠু নির্বাচন হলে মুর্শিদাবাদে সাতটি পৌরসভায় কংগ্রেসের দখলে যাবে বলে আত্মবিশ্বাসী প্রদেশ কংগ্রেস সভাপতি ৷ শুধু তাই নয়, রাজ্যের বাকি পৌরসভাগুলিতেও কংগ্রেস ভাল ফল করবে বলেই আশাবাদী তিনি । এদিনের বৈঠক থেকে একযোগে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অধীরবাবু ।