বড়ঞা (মুর্শিদাবাদ), 21 জুন: পঞ্চায়েতের মনোনয়নে প্রতীক জমা দেওয়ার ক্ষেত্রে বড় জয় পেল কংগ্রেস ৷ আদালতের রায়ে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও আগামিকাল বৃহস্পতিবার বি-ফর্ম বা প্রতীক জমা দিতে পারবেন কংগ্রেস প্রার্থীরা ৷ আদালতের রায়ে খুশি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী৷ তাঁর কথায়, এটা কংগ্রেসের নৈতিক জয় ৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন অংশের সঙ্গে সাজুয্য রেখে মুর্শিদাবাদেও মনোনয়ন ঘিরে একাধিক অশান্তির অভিযোগ উঠেছে ৷ মঙ্গলবার মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস প্রার্থীরা মনোনয়নের শেষ ধাপ সম্পন্ন করার কাজ করতে এলে দুষ্কৃতিরা ফাইল নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ ওঠে । কংগ্রেসের দাবি, বি-ফর্ম জমা দিয়ে প্রতীক নেওয়ার কাজ করতে এলে বিডিও অফিসের ভেতরে থেকেই কংগ্রেস প্রার্থীদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে পালায় । এই ঘটনায় তৃণমূলই জড়িত বলে অভিযোগ ওঠে ৷
মুর্শিদাবাদের বড়ঞায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে যান অধীর চৌধুরী৷ মঙ্গলবার দুপুর 3টে নাগাদ ধরনায় বসেন তিনি ৷ সেই ধরনা চলতে থাকে টানা ৷ অন্যদিকে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ৷ আদালত জানায় যে ওই কংগ্রেস প্রার্থীরা বি ফর্ম জমা দিয়ে প্রতীক নিতে পারবেন ৷ এই রায়ের খবর আসতেই 25 ঘণ্টা পর ধরনা তুলে নেন অধীর ৷ তাঁর কথায়, ‘‘আদালত রায় দিয়েছে যে আগামিকাল বৃহস্পতিবার প্রশাসনের নিরাপত্তায় কংগ্রেস কর্মীরা বি-ফর্ম জমা করবেন । এই স্বৈরাচারী, অনৈতিক সরকারের যে রূপ তা প্রকাশ পেল রাজ্যবাসীর কাছে । এমনিতেই নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে শাসক দল ।
উল্লেখ্য, মুর্শিদাবাদে এই প্রথমবার কংগ্রেস কর্মীদের প্রতি ন্যায়বিচার চেয়ে অধীর ধরনায় বসেছিলেন । তাঁর সঙ্গে ছিলেন অসংখ্য কংগ্রেস কর্মী ৷ ধরনা থেকে তিনি হুঁশিয়ারি দেন, বি-ফর্ম জমা না নেওয়া পর্যন্ত তিনি সরবেন না ৷ রাজ্য সরকার চাইলে বন্ধ করুক নির্বাচন ৷ তবে এমন নির্বাচনের নামে প্রহসন মানবেন না ৷ ফলে আদালতের রায় তাঁদের পক্ষে যাওয়ায় খুশি কংগ্রেস কর্মীরা ৷
আরও পড়ুন:প্রতীক গ্রহণের ফর্ম জমা দিতে গিয়ে কংগ্রেস কর্মীর ফাইল চুরি, প্রতিবাদে ধরনায় অধীর