অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ অধীরের বহরমপুর, 3 জানুয়ারি: তৃণমূলের নবীন-প্রবীণ তর্ক নিয়ে জমজমাট রাজ্য-রাজনীতি। আর এই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপির প্রজেক্টেড মুখ্যমন্ত্রী মুখ হন, অবাক হবেন না।" আর এই মন্তব্যে ফের রাজ্য-রাজনীতিতে কার্যত আলোড়ন ফেলে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "নবীন-প্রবীণ নিয়ে রাজ্যে তৃণমূলের যে বিতর্ক তৈরি হয়েছে তার স্ক্রিপ্ট লেখা হয়েছে বিজেপির সদর দফতর থেকে। সেই স্ক্রিপ্ট নিয়েই একগণ বিতর্ক শুরু হয়েছে। আমি আগাম বলে রাখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামিদিনে মুখ্যমন্ত্রীর মুখ করে বিজেপি ময়দানে নামলে আশ্চর্যের কিছু নেই। কারণ আগেও আমি বলেছি, যেদিন ইডি দিল্লির সদর দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 ঘণ্টা জেরা করেছিলেন সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকেই অভিষেক (খোকাবাবু) কংগ্রেসের বিরোধিতা শুরু করেছে।"
এদিকে পালটা কুণাল ঘোষ আবার কটাক্ষ করেন অধীর চৌধুরীকে। তিনি বলেন "অধীর চৌধুরী নিজেই বিজেপির লোক।" এমনকী বিজেপি এবং কংগ্রেসের মধ্যে যোগ রয়েছে বলেও দাবি করেন কুণাল। তাঁর কটাক্ষ, "বিজেপির দুই ভাইয়ের একজন কংগ্রেস।" এনিয়ে তৃণমূল কংগ্রেসের নবীন ও প্রবীণ দ্বন্দ্ব ইস্যুতে কটাক্ষ চালিয়ে যাচ্ছে বিরোধীরাও।
বস্তুত, নবীন-প্রবীণ ইস্যুতে তৃণমূলের দ্বন্দ্বের জল্পনা অনেক দিন ধরেই। কিছু নেতা অতীতে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করলেও, পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রীতিমতো সামনে চলে এসেছে দ্বন্দ্ব। সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতাদের ভাষণের প্রকাশ্যে সমালোচনা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এরপরেই রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন মমতা। যদিও সেই বৈঠক নবীন-প্রবীণ যদিও সেই বৈঠক নবীন-প্রবীণ দ্বন্দ্বের ইস্যুতেই কি না, তা স্পষ্ট নয়।
আরও পড়ুন:
- 'সফটওয়্যার আপডেট নেই', নতুন-পুরনো দ্বন্দ্বে বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের!
- তৃণমূল সরকারের চেয়ে বাম আমল অনেক বেশি ভালো ছিল, দাবি করলেন খোদ অমিত শাহ
- সুদীপের 'ছাগলের তৃতীয় সন্তান' তুলনা! হতবাক কুণাল বললেন 'অন্ধ আনুগত্য'