ফারাক্কা, 22 জানুয়ারি : কৃষি আইন প্রত্যাহার, বিড়ি শ্রমিকের ন্যূনতম মজুরি এবং সারদা, রোজভ্যালি সহ সমস্ত চিট ফান্ডের টাকা ফেরতের দাবিতে আজ ফরাক্কায় একটি মহামিছিল করে কংগ্রেস । এই মহামিছিলের উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি, কংগ্রেসের ফরাক্কার বিধায়ক মইনুল হক, দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি সহ একাধিক কংগ্রেস নেতৃত্বরা ।
এই মহা মিছিল ফরাক্কা 34 নম্বর জাতীয় সড়কের জিগরি মোড় থেকে শুরু হয়ে ফরাক্কা জামতলা মোড়ে শেষ হয় । তারপর জামতলা মোড়ে একটি সভাও হয় । আজকের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিধায়ক মাইনুল হকের হাত ধরে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমল মিশ্র সহ ব্লকের বিভিন্ন দল থেকে কংগ্রেসে যোগদান করে বহু কর্মীরা । মিছিলে পা মেলান হাজার হাজার কংগ্রেস কর্মী । এদিন অধীর চৌধুরি বলেন, দিদিকে আগামী দিনে খুঁজে পাওয়া যাবে না । কংগ্রেস ছেড়ে মানুষ যদি অন্য দল বেছে নেন তাহলে তাঁদের পরে আফশোস করতে হবে বলে মনে করেন কংগ্রেস সভাপতি ।