বহরমপুর, 5 মে : আগামীকাল দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কেন্দ্রের উদযাপন অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ ৷ আর এই অনুষ্ঠানে বাদ পড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ এ নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই সওয়াল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি (adhir criticise on mamata banerjee is not invited in amit shah govt programme)।
তিনি বলেন, "বাংলার মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ অবশ্যই পাওয়া উচিত। এটা প্রোটকলের মধ্যেই পড়ে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার কোনও প্রোটকল মানে না। তাই মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পান না।" এছাড়াও অধীরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, "মোদি আর দিদির মধ্যে কোনও গোপন আঁতাত থাকতে পারে। তাই তাঁরা দেখাতে চাইছেন তাঁরা দুই বিপরীত মেরুর।"
তিনি আরও বলেন, "বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর পর বাংলায় এলেন কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি অনুষ্ঠানে যোগ দিলেও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।" এদিন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই অধীর চৌধুরী কেন্দ্র সরকারের এই মনোভাবের তীব্র নিন্দা করেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, "আপনিও নিজেকে প্রশ্ন করুন, 12 বছর দিশা কমিটির চেয়ারম্যান থাকা সত্ত্বেও আমাকে মিটিং করতে দেওয়া হয়নি। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস বা,সরকারি অনুষ্ঠানে অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় না। কারণ আমি আপনার পছন্দের নয়। একইসঙ্গে অধীরবাবুর অনুমান, আমন্ত্রণ না-জানানোর পিছনে মোদি ও দিদির গোপন কোন আঁতাত থাকতে পারে। আপাত দৃষ্টিতে দু'জনে দেখাতে চাইছেন তাঁরা দুই বিপরীত মেরুর।"
আরও পড়ুন :দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি, কেন্দ্রের উদযাপনে শাহ থাকলেও বাদ মমতা
এদিনের সাংবাদিক বৈঠক থেকে ফের অমিত শাহর বাংলা সফর নিয়ে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলেছেন তিনি।