পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"ঠকবাজের সরকার, মুখোশ খুলবই", মেট্রো ডেয়ারি নিয়ে আক্রমণ অধীরের - লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী

মেট্রো ডেয়ারি নিয়ে রাজ্যের চার আমলাকে ED নোটিস পাঠানোর পরই রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বর্তমান রাজ্য সরকারকে ঠকবাজের সরকার বলে কটাক্ষ করেন অধীরবাবু ৷

image
রাজ্য সরকারকে তোপ অধীরের

By

Published : Jun 16, 2020, 3:52 AM IST

বহরমপুর, 16 জুন : মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির মামলা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) তৎপরতা দেখানোর পরই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীররঞ্জন চৌধুরি ৷ সিঙ্গল টেন্ডার ডেকে মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেয়ার বেসরকারি সংস্থাকে বিক্রি করে রাজ্য সরকার দুগ্ধচাষিদের ঠকিয়েছে ৷ এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন এই কংগ্রেস নেতা ৷

তিনি আরও বলেন, ‘‘বর্তমান রাজ্য সরকার ঠকবাজের সরকার ৷ এই সরকারের মুখোশ আমরা খুলবই ৷’’ প্রসঙ্গত, ED রাজ্য সরকারের চার আমলাকে কোভেন্টার্সের কাছে মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করার মামলা নিয়ে নোটিস পাঠায় ৷ সেই নোটিস পাঠানোর 24 ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি ৷

দুগ্ধজাত পণ্য উৎপাদক সংস্থা মেট্রো ডেয়ারির 47 শতাংশ শেযার ছিল রাজ্য সরকারের হাতে ৷ সেই শেয়ার কোভেন্টার্স নামে এই বেসরকারি সংস্থাকে বিক্রি করে রাজ্য সরকার ৷ সেই বিক্রি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন অধীরবাবু ৷ হাইকোর্ট মামলার তদন্তের দায়ভার দেয় ED-কে ৷ তদন্ত শুরু করে রাজ্য সরকারের চার আমলা হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজেশ সিং, রাজীব কুমার, ও ভগবতীপ্রসাদ গোপালিকাকে নোটিস পাঠায় ED ৷

সোমবার সাংবাদিক বৈঠক করে অধীররঞ্জন চৌধুরি বলেন, ‘‘ কোন কোন সংবাদ পত্রে শেয়ার বিক্রির টেন্ডার দিয়েছিল সরকার ? রাজ্য সরকার সিঙ্গল টেন্ডার ডেকে কোভেন্টার্সকে 47 শতাংশ শেয়ার মাত্র 85 কোটি টাকায় বিক্রি করে ৷ যেখানে কোভেন্টার্স মাত্র 15 শতাংশ শেয়ার অন্য একটি সংস্থাকে 135 কোটি টাকায় বিক্রি করে ৷ অর্থাৎ প্রায় 500 কোটি টাকার রাজস্বের ক্ষতি হয় রাজ্য সরকারের ৷ দুগ্ধচাষিদের সম্পদ জলের দরে বিক্রি করেছে রাজ্য সরকার ৷ তাদের ঠকিয়েছে ৷ তাই এই সরকারের মুখোশ আমরা খুলবই ৷’’

ABOUT THE AUTHOR

...view details