পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Adhir Chowdhury : "দাম যত বাড়বে লাভ তত মোদি-দিদির", তীব্র কটাক্ষ অধীরের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অধীর চৌধুরী এদিন বলেন, ইউপিএ জমানায় রান্নার গ্যাসের দাম ছিল ৪১৪ টাকা। লিটার প্রতি পেট্রোলের সর্বোচ্চ দাম ছিল ৭১ টাকা। আর ডিজেলের ৫৭ টাকা। বিশ্বের বাজারে তখন ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছিল ১৪৭ টাকা।

Adhir Chowdhury
"দাম যত বাড়বে লাভ তত মোদি-দিদির", তীব্র কটাক্ষ অধীরের

By

Published : Nov 2, 2021, 5:36 PM IST

বহরমপুর, 2 নভেম্বর : "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। আর দিদি মোদির হয়ে ভারতবর্ষে প্রতিনিধিত্ব করছেন ৷ দাম যত বাড়বে লাভ তত দিদির, লাভ তত মোদির ৷" পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল-সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে মঙ্গলবার এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এদিন তিনি দাবি করেন, দেশে পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি হলেও তা নিয়ে কোনও মাথাব্যথা নেই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ৷ কটাক্ষের সুরে তাঁর মন্তব্য, "বাংলার মুখ্যমন্ত্রীকে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ আন্দোলন করতে দেখা যায় না। কোনও ভাবনাও নেই। কারণ দাম যত বাড়বে মোদি-দিদির তত লাভ। বাজারে আগুন লেগেছে তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। মোদিজি বিদেশে গিয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন। আর দিদি ভারতবর্ষে মোদির প্রতিনিধিত্ব করছেন। কার ব্যর্থতা তা নিয়ে কোনও আলোচনা নেই। পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের কি দাম কমানো যায় না? "

"দাম যত বাড়বে লাভ তত মোদি-দিদির", তীব্র কটাক্ষ অধীরের

আরও পড়ুন : BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির

অধীর চৌধুরী এদিন বলেন, ইউপিএ জমানায় রান্নার গ্যাসের দাম ছিল ৪১৪ টাকা। লিটার প্রতি পেট্রোলের সর্বোচ্চ দাম ছিল ৭১ টাকা। আর ডিজেলের ৫৭ টাকা। বিশ্বের বাজারে তখন ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম বেড়ে হয়েছিল ১৪৭ টাকা। তাঁর প্রশ্ন, "এখন তো বিশ্বের বাজারে তেলের সেই দাম নেই। আজ কেন মানুষকে চড়া দাম দিতে হবে? মানুষের ঘরে আগুন, কিন্তু দিদি মোদি চুপ।"

ABOUT THE AUTHOR

...view details