পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ধরনার 19 ঘণ্টা ! বিডিও অফিসের সামনে ঠায় বসে অধীর - কংগ্রেস কর্মীদের বি ফর্ম জমা দিতে দেওয়া হয়নি

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ ধাপে বি-ফর্ম জমা দিতে এসেছিলেন কংগ্রেস প্রার্থীরা ৷ বড়ঞায় বিডিও অফিসে আসার পথে, অফিসের ভিতরে তাঁদের উপর হামলা চালায় তৃণমূল ৷ এই অভিযোগে এবং বিচারের দাবিতে ধরনায় বসেছেন অধীর চৌধুরী ৷

ETV Bharat
অধীর চৌধুরী

By

Published : Jun 21, 2023, 1:15 PM IST

Updated : Jun 21, 2023, 2:42 PM IST

বড়ঞা, 21 জুন: সারারাত ধরে ধরনায় বসে রইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের উপর চড়াও হয়েছে দুষ্কৃতীরা ৷ তারা তৃণমূল আশ্রিত বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ ৷ ওই কংগ্রেস কর্মীদের প্রতীক নিশ্চিতকরণের বি-ফর্ম জমা দিতে দেওয়া হয়নি ৷ এর প্রতিবাদে মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ অবস্থান বিক্ষোভে বসেন তিনি ৷ টানা 19 ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও তাঁর অবস্থান চলছে ৷

ইতিমধ্যে এই ঘটনায় প্রদেশ কংগ্রেস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে ৷ দলের তরফে সৌম্য আইচ রায় এই আবেদন করেছেন ৷ আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায় কংগ্রেসের পক্ষে সওয়াল-জবাব করবেন বলে জানা গিয়েছে ৷ বি-ফর্ম জমা না-নেওয়া পর্যন্ত তিনি সরবেন না বলে হুঁশিয়ার দিয়েছেন ৷ বড়ঞা ব্লক অফিসের সামনে এখনও বসে রয়েছেন বহরমপুরের সাংসদ ৷ তাঁর সঙ্গে রয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকরাও ৷ রাজ্য সরকার চাইলে বন্ধ করুক নির্বাচন তবে এমন নির্বাচনের নামে প্রহসন মানবেন না বলে বারংবার জানিয়েছেন অধীর ৷

আরও পড়ুন: নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বন্টনের অভিযোগ চোপড়ার তৃণমূল বিধায়কের

বুধবার সকালে অধীর টুইট করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেন ৷ কংগ্রেস নেতা লেখেন, মুর্শিদাবাদে বড়ঞা বিডিও অফিসের সামনে থেকে কংগ্রেস কর্মীদের হাত থেকে বি-ফর্ম ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে ৷ তারা কংগ্রেস কর্মীদের উপর নৃশংস অত্যাচার করেছে তারা ৷ জাতীয় কংগ্রেসের পঞ্চায়েত প্রার্থী দলীয় প্রতীক অর্থাৎ ফর্ম বি জমা দিতে পারেনি ৷ পঞ্চায়েত নির্বাচনে লড়তে এই ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো এবং আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক ৷ এই দাবিতে তিনি 18 ঘণ্টা ধরে সত্যাগ্রহ করছেন ৷ তা চালিয়েও যাবেন ৷

উল্লেখ্য, 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ ধাপ সম্পূর্ণ হওয়ার শেষ দিনের প্রক্রিয়া ছিল মঙ্গলবার ৷ এদিনই বি-ফর্ম জমা দিয়ে দলীয় প্রতীক পাওয়ার প্রক্রিয়া ছিল ৷ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয় 8 জুন ৷ পর প্রথমে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখের হত্যার ঘটনা ঘটে ৷

আরও পড়ুন: মমতাকে তাঁর বিরুদ্ধে বহরমপুরে ভোটে লড়ার চ্যালেঞ্জ অধীর চৌধুরীর

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার কংগ্রেস প্রার্থীরা মনোনয়নের জন্য বি-ফর্ম জমা দিতে এলে দুষ্কৃতীরা তাঁদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ৷ এমনকী তাঁদের মনোনয়ন প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছিল ৷ বি-ফর্ম জমা দিয়ে প্রতীক নেওয়ার কাজ করতে এলে বিডিও অফিসের ভিতর থেকেই কংগ্রেস প্রার্থীদের হাত থেকে ফাইল ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ বিডিও অফিস আসার পথেও কংগ্রেস কর্মীরা আক্রান্ত হন ৷ তাঁদের মাথা ফেটে যায় ৷ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে তুমুল হাতাহাতি শুরু হয় ৷ কংগ্রেসের আরও অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটেছে ৷ এর কিছুক্ষণ পরেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বড়ঞা বিডিও অফিসের সামনে গিয়ে ধরনায় বসেন ৷

Last Updated : Jun 21, 2023, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details