মমতাকে তাঁর বিরুদ্ধে বহরমপুরে ভোটে লড়ার চ্যালেঞ্জ অধীর চৌধুরীর বহরমপুর (মুর্শিদাবাদ), 9 মে: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্য়ালেঞ্জ ছুঁড়লেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ মমতাকে তিনি বহরমপুর লোকসভা আসন থেকে তাঁর সঙ্গে মুখোমুখি লড়াইয়ের জন্য আহ্বান জানালেন ৷ মঙ্গলবার মুর্শিদাবাদের বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেই সাংবাদিক বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন স্থানীয় সাংসদ তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷
অধীর চৌধুরী বলেন, ‘‘আমাকে হারানোর অনেক চেষ্টা করেছেন । লোকসভা ভোটে আমার বিরুদ্ধে লড়ুন মুখ্যমন্ত্রী ।’’ এখানে শেষ নয়, আরও চ্যালেঞ্জ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তিনি বলেছেন, ‘‘আমি যদি হারাতে না পারি রাজনীতি করাই ছেড়ে দেব ।’’ পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ নিয়ে অধীর চৌধুরীর স্লোগান, ‘‘মুর্শিদাবাদে তিনে তিন, তৃণমূলকে কবর দিন ।’’
প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে শুধুমাত্র বহরমপুর লোকসভা আসনে জিতেছিল কংগ্রেস ৷ ওই আসন ধরে রাখতে সক্ষম হয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী ৷ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ফল আরও খারাপ হয় ৷ ওই জেলায় একটিও আসন তারা জিততে পারেনি ৷ ফলে এক সময়ের গড় থেকে কংগ্রেসের মুছে যাচ্ছে বলেও কোনও কোনও মহল থেকে প্রচার করা শুরু হয়েছিল ৷
সেই প্রচার ধাক্কা খেয়েছে সাগরদিঘির উপ নির্বাচনে ৷ সেখানে জিতেছেন কংগ্রেসের বায়রন বিশ্বাস ৷ সেই জয়কে সামনে রেখে আবার মুর্শিদাবাদে সংগঠনের জমি পোক্ত করতে মরিয়া কংগ্রেস ৷ রাজনৈতিক মহলের মতে, অধীরও জানেন তাঁর চ্যালেঞ্জের বাস্তবায়ন হওয়া কঠিন ৷ কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ কর্মীদের মনোবল বৃদ্ধিতে সাহায্য করে ৷
তাই শুধু চ্যালেঞ্জ ছুঁড়েই থামেননি অধীর ৷ আরও আক্রমণ করেছেন তৃণমূলকে ৷ তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদে তৃণমূল পরিযায়ী ছিল । এই জেলা থেকে তৃণমূল নিশ্চিহ্ন করায় আমাদের লক্ষ্য ।’’ এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি নিশানা করেছেন ৷ প্রশ্ন তুলেছেন, অভিষেকের কর্মসূচিতে কেন রাজ্যের হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে ? কোন অধিকারে সমস্ত পুলিশকে ওই কর্মসূচিতে ব্যবহার করা হচ্ছে ?
অধীরের অভিযোগ, ‘‘খোকাবাবুর (অভিষেক) বাস যাবে বলে রাস্তার উপর বিদ্যুতের লাইন কেটে দেওয়া হচ্ছে । প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে মানুষ । আর টেন্টে রাজসূয় যজ্ঞ হচ্ছে ।’’ তিনি আরও বলেন, ‘‘এই খোকাবাবু পৌর ভোট শান্তিপূর্ণভাবে হবে কথা দিয়েছিল । মানুষ পৌরসভায় ভোট দিতে পেরেছে ? আমাকে হারানোর অনেক চেষ্টা করেছে ।’’
আরও পড়ুন:রাজনাথ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাজ্যে সর্বাধিক গরু পাচার হয়েছে, বিস্ফোরক অধীর