বহরমপুর, 11 অক্টোবর : আরিয়ানের গ্রেফতারের ঘটনায় শাহরুখ খানের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷
শাহরুখ তাঁর পরিবারকে কলঙ্কিত করার জন্য বিজেপি-র সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছেও দাবি করেন অধীর ৷ পাশাপাশি শাহরুখের ছেলের গ্রেফতারের ঘটনায় মমতার চুপ থাকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা ৷ অধীর বলেন, যাঁকে ভাই বলেছেন, বিপদের দিনে তাঁর পাশে না-দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন ? সোমবার বহরমপুরে লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন অধীর।
শাহরুখকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মমতা। পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হলেন কিং খান। নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইডেনে শাহরুখ-মমতাকে একই মঞ্চে দেখা গিয়েছিল ৷ তারপর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে 'বাদশা'র সম্পর্ক আরও দৃঢ় হয় ৷ মোদি গুজরাত টুরিজিমে অমিতাভ বচ্চনকে ব্য়বহার করার মতো শাহরুখকেও পশ্চিমবঙ্গের টুরিজিমের প্রচারে ব্যবহার করেছিলেন মমতা ৷ ফলে অতীতে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কিং খান-কে। তাঁর হাতে রাখি বাঁধতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷