পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SRK : শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে মমতার চুপ থাকা নিয়ে প্রশ্ন অধীরের - অধীর চৌধুরী

গত সপ্তাহে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়ানোর পর থেকেই অস্বস্তিতে রয়েছেন শাহরুখ । সঙ্কটে থাকা শাহরুখের পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর না-দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শাহরুখকে রাজ্য সরকার নিজের স্বার্থে ব্যবহার করেছে বলেও অভিযোগ তোলেন অধীর চৌধুরী ৷

SRK-Mamata
: শাহরুখ পুত্র আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে মমতার চুপ থাকা নিয়ে প্রশ্ন তুললেন অধীর

By

Published : Oct 11, 2021, 4:50 PM IST

Updated : Oct 11, 2021, 6:21 PM IST

বহরমপুর, 11 অক্টোবর : আরিয়ানের গ্রেফতারের ঘটনায় শাহরুখ খানের পাশে দাঁড়ালেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

শাহরুখ তাঁর পরিবারকে কলঙ্কিত করার জন্য বিজেপি-র সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছেও দাবি করেন অধীর ৷ পাশাপাশি শাহরুখের ছেলের গ্রেফতারের ঘটনায় মমতার চুপ থাকা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা ৷ অধীর বলেন, যাঁকে ভাই বলেছেন, বিপদের দিনে তাঁর পাশে না-দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন ? সোমবার বহরমপুরে লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন অধীর।

শাহরুখকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছিলেন মমতা। পাশাপাশি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের মালিক হলেন কিং খান। নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ইডেনে শাহরুখ-মমতাকে একই মঞ্চে দেখা গিয়েছিল ৷ তারপর থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে 'বাদশা'র সম্পর্ক আরও দৃঢ় হয় ৷ মোদি গুজরাত টুরিজিমে অমিতাভ বচ্চনকে ব্য়বহার করার মতো শাহরুখকেও পশ্চিমবঙ্গের টুরিজিমের প্রচারে ব্যবহার করেছিলেন মমতা ৷ ফলে অতীতে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে কিং খান-কে। তাঁর হাতে রাখি বাঁধতেও দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতার প্রসঙ্গে মমতার চুপ থাকা নিয়ে প্রশ্ন অধীরের

গত সপ্তাহে মাদককাণ্ডে আরিয়ানের নাম জড়ানোর পর থেকেই অস্বস্তিতে রয়েছেন শাহরুখ। সঙ্কটে থাকা শাহরুখের পরিবারের পাশে মুখ্যমন্ত্রীর না-দাঁড়ানো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শাহরুখকে রাজ্য সরকার নিজের স্বার্থে ব্যবহার করেছে বলেও অভিযোগ তোলেন অধীর ৷ এ নিয়ে অধীর আরও বলেন, "যাঁকে ভাই বলে বাংলার যুব সমাজকে পাশে টেনেছেন সেই কিং খানের বিপদের দিনে পাশে থাকা কি আপনার নৈতিক দায়িত্ব নয় ? কিন্তু উনি চুপ। কারণ বিজেপি-কে খুশি করতে উনি চুপ করে রয়েছেন ৷ শাহরুখ খান বিজেপি-র কাছে মাথা নত করেননি। তাই তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।"

আরও পড়ুন : আজও মিলল না মুক্তি, আরিয়ানের জামিনের আবেদনের শুনানি বুধবার

উত্তরপ্রদেশের লখিমপুরে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় কৃষক মৃত্যুর ঘটনায় গৃহমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজ বহরমপুরে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেন অধীর চৌধুরী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "শাহরুখ খানের বিরুদ্ধে অন্যায় আচরণ করছে নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB)। এর আগে বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে জেলা পাঠিয়েছিল। পরে আদালতে প্রমাণ হয়েছে রিয়া নির্দোষ। একই কায়দায় কিং খানের পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়।"

Last Updated : Oct 11, 2021, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details