বহরমপুর, 13 অক্টোবর : চিন সীমান্তে মোতায়েন ভারতীয় জওয়ানদের সঙ্গে কথা বলতে দু'দিনের সফরে লাদাখ যাচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরি । তাঁর সঙ্গে যাচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির বাকি সদস্যরাও । সফরের বিষয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিরলা অনুমোদন দিয়েছেন ।
অধীর চৌধুরি বলেন, "370 ধারা বিলোপ করে বলা হয়েছিল জম্মু ও কাশ্মীর শান্ত হয়ে যাবে । কিন্তু এখনও সেখানে ভারতীয় সেনার উপর লাগাতার হামলা চলছে । ভারতীয় সেনাও জবাব দিচ্ছে । কিন্তু 370 ধারা বিলোপ করার সময় যা বলা হয়েছিল তা হয়নি । জম্মু ও কাশ্মীর এখনও অশান্ত । সেনা জওয়ানদের নিরাপত্তার জন্য বুলেট প্রুফ গাড়ির দাবি জানানো হয়েছে ।"
জওয়ানদের সঙ্গে কথা বলতে দু'দিনের সফরে লাদাখ যাচ্ছেন অধীর চৌধুরি তিনি আরও বলেন, "পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে জম্মু ও কাশ্মীর, লাদাখ ও সিয়াচেনে মোতায়েন জওয়ানদের রেশন, কাপড় ও থাকার ব্যবস্থা নিয়ে বিপিন রাওয়াতের সঙ্গে আমি দু'বার বৈঠক করেছি । লাদাখে যাওয়ার জন্য লোকসভার অধ্যক্ষের কাছে আবদন করেছিলাম । পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে লাদাখ যাওয়ার অনুমতি দিয়েছেন অধ্যক্ষ ।"
আরও পড়ুন : লাদাখে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারত-চিন সেনার 11 ঘণ্টা বৈঠক
28 ও 29 অক্টোবর পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যদের নিয়ে লাদাখ যাচ্ছেন অধীর চৌধুরি । জওয়ানদের সুবিধা-অসুবিধা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন তিনি । ভারত-চিন সীমান্তে এখনও উত্তেজনা রয়েছে । এই পরিস্থিতিতে অধীর চৌধুরির লাদাখ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল ।