বহরমপুর, 17 জানুয়ারি : একযোগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন অধীর চৌধুরি ৷ বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP, মন্তব্য বহরমপুরের সাংসদের । সাংবাদিক বৈঠকে আজ তিনি বলেন, "BJP এ'দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে । শুধু তাই নয়, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের বিপদ বাড়াচ্ছে । এদের কার্যক্রমে ওই দেশের সঙ্গে এখন যে সোনালি সম্পর্কের অধ্যায় চলছে সেটা নষ্ট হয়ে যাবে । বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP ।"
বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP : অধীর
বাংলাদেশি মৌলবাদীদের হাত শক্ত করছে BJP । মন্তব্য অধীর চৌধুরির ৷ রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রাইসিনা ডায়ালগ চলছে, এমন অভিযোগ তুলে একযোগে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন তিনি ।
তাঁর আরও অভিযোগ, রাজ্যে রাজভবন ডায়লগ ও কেন্দ্রে রাইসিনা ডায়ালগ চলছে । রাজভবনে ডায়ালগ হওয়ার পরই রাজ্যে CBI-এর আধিকারিক বদল হয়ে গেল । এতে সারদাসহ অন্যান্য চিটফান্ডের তদন্ত অতল জলে তলিয়ে গেল । দেশে মোট অনুপ্রবেশকারীর সংখ্যা জানতে চাইলে সরকার জবাব দিচ্ছে না, এড়িয়ে যাচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন অধীর । BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ওঁর বক্তব্যের জবাব দিতে রুচিতে বাধে । NRC, NPR করে BJP জনসাধারণের মধ্যে ভয় ও বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে, বলেও দাবি করেন এই বিরোধী দলনেতা ।