পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে মমতার হস্তক্ষেপ দাবি অধীরের - অধীর চৌধুরি

বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আবারও একবার পরাজয় মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷

Adhir
সাংবাদিক বৈঠকে অধীর

By

Published : May 4, 2021, 7:22 PM IST

বহরমপুর, 4 মে : রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হস্তক্ষেপ দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । আজ বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, ‘‘বাংলার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মুখ্য়মন্ত্রীর ।’’ সেই দায়িত্ব পালন করার আবেদন জানান তিনি ৷ পাশাপাশি কোভিড মোকাবিলায় তাঁর তরফ থেকে সমস্ত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ৷

অধীরের বক্তব্য়

আরও পড়ুন- রিটার্নিং অফিসারকে ভয় দেখানোর অভিযোগ ভিত্তিহীন, দাবি কমিশনের

বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে আবারও একবার পরাজয় মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "কে কাকে ভোট দিয়েছে এটা বড় বিষয় নয়। এখন আপনি সারা রাজ্যের মানুষের মুখ্যমন্ত্রী । আমি বলব রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী যে হিংসা ছড়াচ্ছে অবিলম্বে তা বন্ধ করুন। প্রশাসনকে নির্দেশ দিন। কড়া হাতে মোকাবিলা করতে বলুন।"

আরও পড়ুন-শপথগ্রহণের পরই সোজা নবান্নে যাবেন মমতা

একইসঙ্গে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন অধীরবাবু ৷ এপ্রসঙ্গে তিনি বলেন, "কোভিড নিয়ন্ত্রণে আমরা রাজ্য সরকারের যেকোনও সদর্থক ভুমিকায় পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেব । কিন্তু যেভাবে হিংসা ছড়াচ্ছে তাতে রাজ্যের কোভিড মোকাবিলা ব্যহত হবে বলে আমি মনে করছি ।"

ABOUT THE AUTHOR

...view details