রঘুনাথগঞ্জ, 3 সেপ্টেম্বর: ঘুমন্ত অবস্থায় দম্পতি এবং তাঁদের কন্যা সন্তানের উপর অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে (Acid Attack on Couple in Murshidabad) ৷ ঘটনায় দম্পতি এবং তাঁদের সন্তানের শরীরের অনেকটা অংশ ঝলসে গিয়েছে ৷ শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৷ ঘটনার পর তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা সেখানে পৌঁছয় এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে ৷
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি জানিয়েছেন, তাঁদের প্রতিবেশী এক যুবক এই হামলা করেছে ৷ অভিযোগ, ওই যুবকের সন্দেহ তাঁর স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে অ্যাসিড আক্রান্ত ব্যক্তির ৷ এ নিয়ে একাধিকবার তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ আর সেই রোষেই শুক্রবার রাতে দম্পতি এবং তাঁদের মেয়ের উপর জানালার বাইরে থেকে অ্যাসিড ছোড়েন অভিযুক্ত ৷ শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাও করে অভিযুক্ত যুবক ৷ কিন্তু, তাঁদের চিৎকারে লোকজন চলে আসায় অভিযুক্ত সেখান থেকে পালায় ৷