পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভিনরাজ্যে আটকে অনেকে, তথ্য জোগাড়ে গিয়ে কান্দিতে আক্রান্ত কংগ্রেস বিধায়ক - Lockdown

গতকাল কান্দি মহকুমার 32 জন শ্রমিক বাড়ি ফিরেছেন । তার মধ্যে কান্দির 2, সালারের 1, বড়ঞার 1 ও খড়গ্রামের 28 জন ফিরেছেন । এছাড়া ওই মহকুমারই আরও বহু শ্রমিক আটকে রয়েছেন ভিনরাজ্যে । সে কারণে সালারের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিভিন্ন এলাকায় যান । সেই সময় তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ।

মুর্শিদাবাদ
মুর্শিদাবাদ

By

Published : May 7, 2020, 5:03 PM IST

বহরমপুর, 7 মে : ভিনরাজ্যে আটকে রয়েছেন কান্দি মহকুমার একাধিক শ্রমিক । তাঁদের সম্পর্কে তথ্য জোগাড় করে ফেরার পথে আক্রান্ত হলেন কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় । অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ।

রাজ্যের শ্রমিকদের ফেরাতে অধীর চৌধুরি ব্যক্তিগতভাবে রেলমন্ত্রী পীযূষ গোয়েল ও রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছিলেন । শেষ পর্যন্ত কেরালায় আটকে থাকা শ্রমিকদের বিশেষ ট্রেনে ফেরানো হয় । গতরাত ন'টা নাগাদ বহরমপুরে পৌঁছান একাধিক শ্রমিক । স্টেশনেই তাদের স্ক্রিনিং করে জেলা প্রশাসনের উদ্যোগে বাসের মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ।

গতকাল মুর্শিদাবাদের কান্দি মহকুমার 32জন শ্রমিক বাড়ি ফিরেছেন । তার মধ্যে কান্দির 2, সালারের 1, বড়ঞার 1 ও খড়গ্রামের 28জন ফিরেছেন । এছাড়া ওই মহকুমারই আরও বহু শ্রমিক আটকে রয়েছেন ভিনরাজ্যে । সে কারণে সালারের কংগ্রেস বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বিভিন্ন এলাকায় যান । তিনি বলেন, অধীর চৌধুরির উদ্যোগে কেন্দ্র ও রাজ্যের মিলিত প্রচেষ্টায় শ্রমিকরা বাড়ি ফিরতে পেরেছেন । অন্যরাও যাতে ফিরতে পারেন সেই চেষ্টা করছেন ।

কমলেশবাবুর অভিযোগ, কাজ সেরে ফেরার সময় কয়েকজন তৃণমূল কর্মী তাঁর পথ আটকে কী করছেন জানতে চায় । তারপরই হঠাৎ তাঁর ও অনুগামীদের উপর হামলা করে তারা । সালার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details