বহরমপুর, 9 জুন : বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে দাঁড়ালেন অভিষেক ৷ মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । মুর্শিদাবাদ জেলায় বজ্রাঘাতে মোট 9 জনের মৃত্যু হয়েছে ৷ এদিন মুর্শিদাবাদে এসে স্বজনহারা পরিবারগুলির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তৃণমূল সাংসদ ৷
বুধবার দুপুরে হেলিকপ্টারে করে বহরমপুরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে সরাসরি যান বানজেটিয়ায় বজ্রাঘাতে মৃত দুই ব্যক্তির বাড়িতে ৷ বানজেটিয়ায় বজ্রাঘাতে মৃত অভিজিৎ বিশ্বাস ও প্রহ্লাদ মোরারির বাড়িতে গিয়ে দেখা করেন তাঁদের পরিবারের সঙ্গে । তাঁদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাসও দেন তৃণমূল সাংসদ ৷ একই সঙ্গে তাঁদের হাতে খামে মোড়া আর্থিক সাহায্যও তুলে দেন তিনি । এদিন অভিষেকের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদের জেলা নেতারা ৷
বহরমপুর থেকে অভিষেক সোজা চলে যান জঙ্গিপুরে । সেখানে একই সঙ্গে মৃত্যু হয়েছে সাত জনের । গতকালই তাঁদের হাতে সরকারি সাহায্য তুলে দিয়েছে জেলা প্রশাসন । জঙ্গিপুরে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অভিষেক ৷ কথা দেন পাশে থাকার ৷ সরকারি সাহায্যের পাশাপাশি এদিন জঙ্গিপুরে পরিবারগুলির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন প্রাক্তনমন্ত্রী জাকির হোসেন ।