পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভগবানগোলায় মেলা দেখতে গিয়ে খুন যুবক, নেপথ্যে প্রেম ? - মেলা দেখতে গিয়ে খুন

ইমরান ও নাইস দুজনেই লালগোলার বালু টুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ক্লাস টুয়েলভের ছাত্র । গতরাতে তারা ভগবানগোলায় এক পিরের দরগায় মেলা দেখতে এসেছিল ৷ রাত সাড়ে আটটা নাগাদ মেলার অদূরে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় ইমরান ও নাইসকে উদ্ধার হয় ৷

youth
জখম যুবক

By

Published : Jan 27, 2020, 11:57 PM IST

ভগবানগোলা, 27 জানুয়ারি : ভগবানগোলায় আমবাগানে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল এক যুবককে ৷ ধারাল অস্ত্রের আঘাতে জখম আরও এক ৷ তার অবস্থা আশঙ্কাজনক ৷ তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ৷ ভগবানগোলা থানার পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ইমরান মেহেবুব (18) । জখম যুবকের নাম নাইস আলি । তাদের বাড়ি লালগোলা থানা এলাকায় ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, প্রেমঘটিত কারণে খুন করা হয়েছে ইমরানকে ৷

ইমরান ও নাইস দুজনেই লালগোলার বালু টুঙ্গি উচ্চ বিদ্যালয়ের ক্লাস টুয়েলভের ছাত্র । গতরাতে তারা ভগবানগোলায় এক পিরের দরগায় মেলা দেখতে এসেছিল ৷ রাত সাড়ে আটটা নাগাদ মেলার অদূরে আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় ইমরান ও নাইসকে উদ্ধার করা হয় ৷ এদের মধ্যে প্রথমজন মারা যায় ৷ নাইসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় জানাপুকুর স্বাস্থ্যকেন্দ্রে আনা হয় । সেখান থেকে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন, নাইসের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনাস্থানে আসে ভগবানগোলা থানার পুলিশ ৷ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৷ জেলা পুলিশ সুপার অজিত সিং যাদব বলেন, পরিচিত কেউ মোবাইলে ফোন করে আমবাগানে ডেকে নিয়ে গিয়ে খুন করে । মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে ৷

ইমরানের পরিবারের অভিযোগ, প্রেমঘটিত কারণে খুনের ঘটনা । প্রাথমিক তদ্তের পর পুলিশও সেটাই মনে করছে ৷ তবে প্রেমের বিষয়টি জানলেও কে বা কারা খুন করেছে তা জানাতে পারেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details