মুর্শিদাবাদ, 10 ডিসেম্বর : যুবতিকে ধর্ষণ করে খুনের অভিযোগ । ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত । ঘটনাটি দৌলতাবাদ থানার অন্তর্গত । ঘটনার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ । পুলিশ মৃতদেহ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ।
মৃতের বোন জানায়, গত রাত তিনটে নাগাদ তার সঙ্গে বাথরুমে যায় যুবতি । তারপরই ওই যুবতির একটি ফোন আসে । এরপর ভোর বেলায় ঘুম থেকে উঠে যুবতিকে আর দেখতে পাওয়া যায় না । পরে বাড়ির পাশের জঙ্গল থেকে দেহ উদ্ধার হয় ।
আরও পড়ুন : কিশোরীকে গণধর্ষণ করে খুন, দেহ ফেলা হল পরিত্য়ক্ত কুয়োয়